আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্গীর চাহিদা মেটাতে রোবট! [ ১৮+ ] একটি কপি-পেষ্ট পোষ্ট

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব

মার্কিনি এক কম্পিউটার বিশেষজ্ঞ সম্প্রতি নারীর আদলে একটি রোবট তৈরি করেছেন, যেটি কথা বলতে এবং সঙ্গীর চাহিদা মেটাতে সক্ষম। নারীর মতো শারীরবৃত্তীয় ক্ষমতাসম্পন্ন এ রোবট তৈরির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ হলো বলেই জানিয়েছেন গবেষকরা। খবর সিএনএন এর। ‘রুক্সি’ নামের এই রোবটের নির্মাতা ও বেল ল্যাবের সাবেক প্রকৌশলী ডগলাস হায়েন্স জানিয়েছেন, এ রোবটের মধ্যে পাওয়া যাবে ৫টি ব্যক্তিত্বের সমন্বয় যা সঙ্গীর মন ভোলাতে সাহায্য করবে। তিনি বলেন, রুক্সির সঙ্গে নারীর আদতে পার্থক্য নেই।

রুক্সির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি আর ওজন ১২০ পাউন্ড। ব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত চ্যাট করতে এবং সঙ্গীর পছন্দের যে কোনো সময়ই সঙ্গ দিতে সক্ষম রুক্সি। হায়েন্স এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুক্সি হলো লাভ ডলের চেয়ে আলাদা ‘সেরা সফস্টিকেটেড টকিং ফিমেল সেক্স রোবট’। লাস ভেগাসে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট এক্সপোতে রুক্সিকে প্রথম দেখানো হয়। জীবন্ত পুতুলের মতো সব বৈশিষ্ট্যই আছে রুক্সির।

এটি এমনকি ভার্চুয়াল সঙ্গীর ভূমিকাও নিতেও সক্ষম। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, রুক্সির শরীর হাইপোএলারজেনিক সিলিকনের তৈরি। এর ত্বকের নীচে আছে কম্পিউটার নিয়ন্ত্রিত পাওয়ার সিস্টেম, আলোচনায় অংশ নিতে আছে ভয়েস রিকগনিশন ও স্পিচ সিনথেসাইসিস সফটওয়্যার। তার বুকের মধ্যে একটি মোটর রাখা হয়েছে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আর শরীরের বিভিন্ন অংশে রাখা আছে সেন্সরও।

হায়েন্স জানিয়েছেন, ‘রুক্সির সঙ্গে মেশা যেন প্রথম ডেট করার মতোই উত্তেজক। শুধু পুরুষ নয় নারীরাও এ বিষয়ে আগ্রহী। একজন থেরাপিস্ট তো তার রোগীর জন্য এই বিষয়ে পরামর্শও দিয়েছেন। এটি রুক্সির প্রথম ভার্সন। সিলিকনের তৈরি দেহ হবার কারণে যে কোন পজিশনেই অবস্থান করতে পারে রুক্সি।

এর ব্যাটারিতে একবার চার্জ দিলে ৩ ঘন্টা চলে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রুক্সি এখন পর্যন্ত শুধু ইংরেজি ভাষা বুঝলেও পরবর্তী সংস্করণে জাপানি ও স্প্যানিশ ভাষাও বুঝতে পারবে। রুক্সির দাম ৭ হাজার ডলার বা প্রায় ৫ লাখ টাকা। সুত্র বিডিনিউজ২৪ হায়রে দুনিয়া কোথায় যাচ্ছে। মানুষ ছেড়ে ধরেছিল পশুকে , এখন পশু ছেড়ে ধরছে রোবট কে এরপর যে কাকে ধরবে খোদাই জানে আপত্তি জানালে ছবিটা মুছে দিব


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.