কয়েকটি প্রবাদ আমরা হরহামেশাই বলে থাকি। যেমন- কারো পৌষ মাস কারো সর্বনাশ, ঘরের শত্রু বিভীষণ ইত্যাদি। আবার নারীর চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে অনেকেই বলেছেন, নারীর চরিত্র বেজায় কঠিন, বড়ই বিচিত্র। মহাবিশ্ব নিয়ে অনেক জটিল রহস্য ও ধাঁধার সমাধান করতে পারলেও বিজ্ঞানী স্টিফেন হকিংও নারীমনের রহস্যের কোনো কিনারা করতে পারেননি। তাঁর মতে, নারী হলো বিশ্ব-ব্রহ্মাণ্ডের সবচেয়ে রহস্যময় চরিত্র।
পারবেনই বা কী করে? সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণাও জানান দিয়েছে, নারী চরিত্র বোঝা এত সহজ নয়। গবেষণার ফল দেখে আপনিও ঘাবড়ে যেতে পারেন। বিজ্ঞানীরা বলছেন, আপনি যখন কোনো বিষয় দিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বা দুঃখে থাকেন, তখন আপনার প্রিয় সঙ্গিনী আদৌ চিন্তিত হন না। বরং তিনি সে সময় নিজেকে সুখী অনুভব করেন।
গবেষণায় দেখা গেছে, স্বামী বা সঙ্গীকে চিন্তিত বা বিচলিত দেখলে স্ত্রী বা বান্ধবীরা খুশি হন।
তাঁরা বিশ্বাস করেন, এর ফলে তাঁদের মধ্যে একটি গভীর সম্পর্ক স্থাপন হবে।
গবেষণায় আরো দেখা গেছে, যখন কোনো পুরুষ বুঝতে পারেন তাঁর স্ত্রী রাগান্বিত, তখন খোঁজ নিয়ে দেখা যায় তাঁর সঙ্গিনী নিজেকে সুখী অনুভব করছেন। কিন্তু পুরুষ আদৌ তেমনটি ভাবতে পারেন না।
হার্ভার্ড মেডিক্যাল স্কুল এ গবেষণা কার্যক্রম পরিচালনা করে। গবেষণার ফল মার্কিন মনস্তাত্তি্বক অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে।
সূত্র : টেলিগ্রাফ অনলাইন এবং দেহ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।