এই ছয় বছরে ইমরুল কায়েস, এনামুল হক, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক ও নাজিম উদ্দিনকে উদ্বোধনী জুটিতে সঙ্গী হিসেবে পেয়েছেন তামিম।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ছিলেন এনামুল। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে তিনি নেই। তাই আরেকবার পরিবর্তন অনিবার্য।
প্রায় সোয়া দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন ইমরুল।
টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন শামসুর রহমান। প্রথম টেস্টে এই দুজনের যে কোনো একজনের তামিমের সঙ্গী হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
এ প্রসঙ্গে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, “ইমরুল পরীক্ষিত ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে সে খুব ভালো ব্যাটসম্যান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে খুব ভালোও খেলেছিল।
শামসুরও ভালো উদ্বোধনী ব্যাটসম্যান। আমার মনে হয়, মানিয়ে নেয়ার জন্য নতুন একজন উদ্বোধনী ব্যাটসম্যানকে একটু সময় দেয়া প্রয়োজন। ”
তামিমের মতে, “টেস্ট ক্রিকেট ভীষণ কঠিন জায়গা। একজন দুই-তিনটা ম্যাচে ভালো খেলতে না পারলেও একদিন ঠিকই ভালো করবে। উদ্বোধনী জুটি টেস্ট ক্রিকেটের সবেচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন জায়গা।
তাই এখানে ভালো করতে একটু সময় প্রয়োজন। ”
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজের পর বাংলাদেশের ‘মিশন’ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটো প্রতিযোগিতারই আয়োজক বাংলাদেশ। তামিম তাই মনে করেন, এশিয়া ও বিশ্বকাপে ভালো করার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্য জরুরি।
তামিম বলেন, “দেশের মাটিতে গত কয়েকটা সিরিজে আমরা ভালো করেছি।
নিজেদের খেলাটা খেলতে পারলে আমাদের পক্ষে টেস্টে যে কাউকে ‘সারপ্রাইজ’ দেয়া সম্ভব। সামনের তিনটি মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। আমরা শুরুটা ভালো করতে চাই। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।