আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের গৌরবোজ্জল ইতিহাস আর দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া নানা স্মৃতিকে ধারণ করে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা। ৫২র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যূত্থান ও মুক্তিযুদ্ধ নিয়ে যারা গবেষণা করতে চান তাদের কাছে এটি ম

www.nationalnews.com.bd

মুক্তিযুদ্ধের গৌরবোজ্জল ইতিহাস আর দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া নানা স্মৃতিকে ধারণ করে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা। ৫২র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যূত্থান ও মুক্তিযুদ্ধ নিয়ে যারা গবেষণা করতে চান তাদের কাছে এটি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা পাঠাগার হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা নতুন প্রজন্মেকে জানানোই এই সংগ্রহশালার মূল উদ্দেশ্য। একটু পেছন ফিরে তাকালে দেখা যায়, মহান ভাষা আন্দোলনের পটভুমিতে জন্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। মতিহারের সবুজ চত্বরে অত্যন্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য্য সকলের নজর কাড়ে।

এখানকার সুবিন্যাস্ত অবকাঠামোগুলো পুলকিত করে দর্শনার্থীদের। এর মধ্যে শহীদ স্মৃতি সংগ্রহশালা অন্যন্য। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিস রোডের পূর্বপ্রান্তে এবং শহীদ মিনাররের পাদদেশে ১৯৯০ সালের ২১ ফেব্রুয়ারি দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সংগ্রহশালা হিসেবে এর উদ্বোধন করেন তিন শহীদ শিক্ষক পত্নী বেগম ওয়াহিদা রহমান, বেগম মাস্তুরা খানম এবং শ্রীমতি চম্পা সমাদ্দার। প্রথম দিকে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নসমূহের স্থানীয় সংগ্রহশালা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সংগৃহীত স্মৃতি নিদর্শনসমূহের সময়সীমা নির্ধারিত হয় ৫২র ভাষা আন্দোলন এবং তা প্রসারিত হয় সমগ্র দেশজুড়ে।

কারণ ৫২র ভাষা আন্দোলনে ২১ ফেব্রুয়ারি রাতেই রাজশাহী কলেজে শহীদ মিনার নির্মান এবং ৬৯ এর গণঅভ্যূথানে রাবি শিক্ষক ড. জোহার আত্মদান। এর পর থেকেই সংগ্রহশালার সম্প্রসারণ ঘটতে শুরু করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.