মানুষ সকলের জন্য
ভূমিকম্পের জন্য দেশের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শহর সিলেট ও চট্টগ্রাম। মধ্যম ঝুঁকিপূর্ণ ঢাকা। তা সত্ত্বেও দেশের প্রধান এ তিন শহরে বিমবিহীন বহুতল ভবন তৈরির হিড়িক পড়েছে। কি বাণিজ্যিক ভিত্তিতে, কি ব্যক্তি-উদ্যোগে_দেদার গড়ে উঠছে এ রকম ভবন। বিশেষজ্ঞরা এসব ভবনকে বলছেন 'ফ্ল্যাট প্লেট' বা 'ফ্ল্যাট স্লাব' প্রযুক্তির ভবন।
স্থপতিদের কেউ কেউ এ প্রযুক্তিকে আধুনিক বলে দাবি করেছেন। কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞ ও পুরকৌশল প্রকৌশলীদের মতে, ভূমিকম্পের আশঙ্কা রয়েছে_এ রকম অঞ্চলে এ ধরনের ভবন নির্মাণ মারাত্দক ঝুঁকিপূর্ণ। রিখটার স্কেলে সাড়ে ছয় থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলেই এ ধরনের ভবন ধসে পড়তে পারে, ঘটতে পারে ব্যাপক প্রাণ ও সম্পদহানি।
বিমবিহীন ভবন যে ভূমিকম্পপ্রবণ এলাকায় ঝুঁকিপূর্ণ, এ কথা স্বীকার করেছে বহুতল ভবন নির্মাণকারী ডেভেলপার কোম্পানিগুলোও। তার পরও অনেক কোম্পানি এ রকম ভবন নির্মাণ করছে।
কালের কন্ঠের রিপোর্ট- এর আংশিক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।