আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাউজারে পাসওয়ার্ড ঝুঁকিপূর্ণ......।



সম্প্রতি জার্মান কম্পিউটার ম্যাগাজিন সি’টি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ এক উপদেশ দিয়েছে। সি’টি ম্যাগাজিনের পরামর্শ- কম্পিউটারের ব্রাউজারে পাসওয়ার্ড সেট না করে রাখাই বুদ্ধিমানের কাজ। কম্পিউটারের ব্রাউজারে আনএনক্রিপটেড পাসওয়ার্ড স্টোর করে রাখলে হ্যাকারদের জন্য সুবিধা হয়। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রাউজারে পাসওয়ার্ড সেট করে রাখলে ট্রোজান হর্স ব্যবহার করে ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢোকা সহজ হয়।

সি’টি ম্যাগাজিন আরো পরামর্শ দিয়েছে যে, যদি পাসওয়ার্ড স্টোর করে রাখতেই হয় তবে মাস্টার পাসওয়ার্ড দেওয়া উচিৎ। এর ফলে জমা রাখা সব ডেটা নিরাপদ এনক্রিপটেড থাকে। উল্লেখ্য, পাসওয়ার্ড স্টোর করে রাখার এই অপশন কেবল ফায়ারফক্স এবং অপেরা ব্রাউজারেই রয়েছে। মাস্টার পাসওয়ার্ড চালু করতে মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীকে Extras/Settings/Security তে গিয়ে "use a master password." এ ক্লিক করতে হবে। তবে অপেরার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই প্রথমবারেই পাসওয়ার্ড স্টোর হয়ে যায়।

তবে এ ব্রাউজারেও মাস্টার পাসওয়ার্ড সেট করা যায়। সি’টি ম্যাগাজিন-এর বরাতে আরও জানা গেছে, সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হচ্ছে ‘১২৩৪৫৬’ বা পাসওয়ার্ড শব্দটি। কিন্তু এই দুটি পাসওয়ার্ডের ক্ষেত্রেই বেশি হ্যাক হবার আশঙ্কা থাকে। সি’টি আরো পরামর্শ দিয়েছে কমপক্ষে ৮ অক্ষরে পাসওয়ার্ড নির্বাচন সহ প্রতিটি আলাদা ওয়েবসাইটের জন্য ইউনিক পাসওয়ার্ড সেট করার জন্যই। সূত্র : Click This Link


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.