তারপর?
আমরা থামিয়ে দিলাম আমাদের তেত্রিশ মাইল লম্বা অতীতকে।
মাইলের পর মাইল জুড়ে খাঁ খাঁ করলো আমাদের বিরান পদচিহ্ন;
কী সুদীর্ঘ! আমাদের সুকুমার কপালে তখন সংসারের অনাহুত বোঝা।
একদিন হঠাৎ করে ভোরে-
অঘ্রাণের শেষ সপ্তাহের শীতটুকু নিয়ে
আমাদের চিরায়ত আশ্লেষ; চোখাচোখি, মুখ চাওয়া চাওয়ি।
বলিলে, "তুমিও বেশ আছো আমার মতন!"
সাথে নিয়ে কোনো এক সুকেশীর যতন।
"কেমন আছো?"- জিজ্ঞেসিলেম কৌতুহল ভরে
থাকালো সে তখন; চোখের রাজ্যে তার ভয়াবহ বিস্ময়!
শুধোলে, " আছি ঠিক তেমন; তেত্রিশ মাইল পরে আজ দেখিতে পাও যেমন"।
ঠিক সেদিনই বৃষ্টি এলো
মাইল কয়েক ভাসিয়েও নিলো।
দিন শ'তেক পরে-
গোপালের সাথে দেখা।
বা'হাতে তার টনটনে শিশু
"বাবা" বলে আচড়ে পড়ে গোপালের বুকে।
মাইলের শুরুতে আমরাও শিশু ছিলাম;
তোমার সুনাম ছিলো পাড়ায় পাড়ায়
তুমি নাকি মোড়োলের মেয়ে!
অতঃপর অন্য একদিন-
কলেজ ছুটির কালে;
তোমার মাথার উপরে দেখলাম আকাশের বিরাট ছায়া।
কেনো জানি হলো ভয়, মেঘেরা এসে যদি আজ ঘিরে রয়?
ছুটলুম তখন বই খাতা ফেলে; আহা! সেদিন সেই কলেজ ছুটির কালে।
তেত্রিশ মাইল আর তেত্রিশে নেই
বাকিটুকুও নেই আগের মতো
না আমি, না তুমি, না কলেজ ছুটির ঐ আকাশের ছায়া
দু'চোখে আমাদের তবু অন্তহীন মায়া।
এখনও তো অপেক্ষা করি; কবে জানি দেখি সেই আকাশমাখা মুখ!
বিনিয়ামিন
২৩ শে ফেব্রুয়ারী, ২০১০ সাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।