ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে
সে অপেক্ষায় দিন গুনেছি বছরের পর বছর
এখন দেখি সে একদিন কোনদিন আর আসেনা
কিচ্ছু যেহয়নি তার জন্য যতোটা দুঃখ
এরচেয়ে বেশী দুঃখ
কিছু যে আর হওয়ার সম্ভাবনাটুকু পর্যন্ত নেই
সে কারনে
ভেবেছিলাম পায়ের তলায় পিষ্ট হবে দ্রোহের আগুন
এখন দেখি সে আগুনই একে একে গ্রাস করছে
আমার প্রতিটি ফাগুন
ফাগুনের গান আজ সুরহীন
টগবগে তারুন্যের সকল স্বপ্নের দীপাবলী
আজ নিভু নিভু
আর যাবতীয় সম্ভাবনার শরীরে
একের পর এক পড়ছে
অসম্ভবের নিকষ আস্তর
কখন যে কিভাবে কেটে গেল
আমার তেত্রিশ বছর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।