থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে
খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার উদাসীন : নিজামীস্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি রাতে বিএনপি চেয়ারপার্সন, বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় লক্ষ্য করে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, গত সপ্তাহেও ওই কার্যালয়ের সামনে থেকে ২টি ককটেল উদ্ধার করা হয়েছিল।
তারপর আবার মঙ্গলবার বোমা হামলার ঘটনায় প্রমাণিত হচ্ছে, বেগম খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার উদাসীনতা প্রদর্শন করছে। সরকারের এই উদাসীনতায় দেশবাসী উদ্বিগ্ন। তার নিরাপত্তার ব্যাপারে সরকারের এ ধরনের অবজ্ঞা, উদাসীনতা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
তার পর্যাপ্ত নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে। সরকারের মনে রাখা উচিত, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের পবিত্র কর্তব্য।
মাওলানা নিজামী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বোমা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ দেশের সব মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
রাজশাহীর ফারুক হত্যাকান্ডের পর সারাদেশে জামাত শিবির এর বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালনা করে চাপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামে শিবিরের ২ জনকে মেরে ফেলল।
সারাদেশে ৭০০ শতাধিক জামাত শিবিরের কর্মী গ্রেফতার করলো, ২৫০ শতাধিককে রিমান্ডে নিল বিএনপি একটা টু শব্দ করলো না আর খালেদার বাড়ীর সামনের 'পটকায়' নিজামীর নিন্দা ভাবতেও অবাক লাগে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।