আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষোভের আগুনে ভাসল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার

সভ্যাতা মানুষের তৈরি ,মানুষ সংগ্রামের পথ ধরে বেয়ে চলা সৈনিক । তাই মানুষের জয় অনিবার্য

গত ৪০ বছরের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রমে যে রাষ্টীয় নিপীড়ন জুম্ম জাতি ত্ত জনগনের উপর চলছে তারাই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়িতে আদিবাসীদের জমি সেনাবাহিনীর উদ্যোগে সেটেলার বাঙালীদের অন্যায় ভুমি দখলকে কেন্দ্র করে আদিবাসী -বাঙালী সংঘষে ৮ থেকে ১০ আদিবাসী খুন হয়েছে । সেনাবাহিনী -সেটেলার বাঙালীদের সম্মিলিত হামলায় পাহাড়ীদের ৫০০ শতাধিক আদিবাসী ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যাই। এই হামলার ভয়ে এর পর থেকে পাহাড়ীরা ঘর-বাড়ি ছেড়ে গভীর জঙ্গলে গিয়ে নিরাপথে আশ্রয় নেই । এই ঘটনার প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারী রাঙামাটি- খাগড়াছড়িতে অবরোধ ডাকে ইউপিডিএফ ।

হরতালে সমর্থনে মিছলি বরে হলে সামান্য ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর -এ পাচঁটি আদিবাসী পাড়ার ৮০ টি ঘর পুড়ে ছাই হয়ে গলে । এই ঘটনার প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতবাদী পাহাড়ি ছাত্র সমাজে উদ্যোগে চলে অবস্থন ধর্মঘট পালন করা হয় । প্রতিবাদী বক্তব্যে বলা হয় ,অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীসহ পাহাড়িদের দখলকৃত জমি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং এই পরিকল্পিত হথ্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করা, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার করা , খাগড়াছড়ি থেকে ১৪৪ ধারা বাতিল করা ,আদিবাসীদের গনগ্রেপ্তার বন্ধ করা ,এই ঘটনায় ব্যর্থ নিলজ্জ স্বরাষ্টমন্ত্রীর প্দত্যাগ দাবি করা হয়। এই প্রতিবাদ সমাবেশে সংহতি জানাতে এবং আদিবাসীদের এই ঠিকে থাকার সংগ্রামে লড়াইয়ের পূনসমর্থনের আশাব্যক্ত করতে ছুটে আসে বামপন্থী সংগঠন্। এই সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমরেড মানস নন্দী ,গনসংহতি আন্দোলন চট্টগ্রামে আহ্বায়ক কমরেড হাসান মারুফ রুমি ,ওর্য়াকাস পার্টি (পুনগঠন) এর অমৃত বড়ুয়াসহ প্রমুখ।

বিকেলে বামমোর্চার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।