বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি আজ বৃহস্পতিবার জেলা সদরে ব্লগার,শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক সহ সাধারণ মানুষ গণঅবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। শহীদ শাটু হলের সামনে মুক্ত মঞ্চে মূল কর্মসূচী শুরু হয়। পরে প্রেসক্লাব সেন্টু মার্কেট, কলেজ গেট , উদীচি চত্বর এ ছড়িয়ে পড়ে সমাবেত জনতার অবস্থান। কবিতা আবৃত্তি, বকৃক্তা ও গণসংগীতের সাথে সাথে চলছে বিভিন্ন শ্রেণী, পেশার, সংগঠনের সংহতি প্রকাশ। সন্ধায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মোমের আলোয় চলে গান আর স্লোগান। ফাসি ফাসি ফাসি চাই রাজাকারের ফাসি চাই। চলেছে গভির রাত পর্যন্ত । আবারো আগামীকাল বিকাল ৪টায় শুরু হবে প্রতিবাদের গান কবিতা আর স্লোগান। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন করা হবে ।
শাহাবাগ চত্বরে আন্দোলন যতদিন চলবে ,এখানে তত দিন চলবে ..
এবারে আজকের কিছু ছবি ব্লগার বন্ধুদের জন্য.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।