আমাদের কথা খুঁজে নিন

   

কোন অমিয় শক্তি বলে জ্বলছে আজও তারা ।

ব্লগের একজন সিরিয়াস পাঠক । । ।

আমার আছে বিশাল আকাশ মন আমার আছে সমুদ্র আর অথৈ নদীর জল। আমার আছে লোর্ডসেডং এর কৃষ্ণকাল রাত আমার আছে বৃষ্টিভেজা শান্ত সুনীল দিন।

আমার আছে বারমাসে তেরটা পার্বন আমার আছে ষড়ঋতুর চলন্ত অঙ্কন। আমার আছে বানভাসি আর মায়ের অশ্রুজল আমার আছে রংধনু মন সাত রংগা অঙ্গন। আমার আছে মাটির সোদা গন্ধের প্রান্তর আমার আছে ফসলের মাঠ কৃষকের অন্তর। আমার আছে চাষের জমি মহুয়া মর্জিনা আমার আছে তোমার মত সুকন্ঠী প্রমিলা। তবু কেন বুকের মাঝে বিধছে চোরাকাটা রক্ত ঝড়ায় অর্হনীশি পড়ছে ফোটা ফোটা।

আমার মায়ের মাথার সিদুর মুছলো সেদিন যারা কোন অমিয় শক্তি বলে জ্বলছে আজও তারা। কোন অমিয় শক্তি বলে জ্বলছে আজও তারা । । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।