অমিয় অমায়
[শাফিক আফতাব]
অবিকল দুটো গোলফল
মাঝখানে নরম করিডোর
শুভ্রসফেদ জল
ভিতরে শিশু চাদেঁর কর।
অনুভবগুলো জমে থাকে__ফ্রিজের জলের মতোন
পুলকগুলো জমে থাকে__যেন সাত রাজার ধন
আনন্দগুলো বিমোহিত করে__তন্দ্রামুখর ঘুম
তুমি এলে মনে হয়__অঘ্রাণে আমার নবান্নের ধূম।
এভাবে তুমি এলে উৎসব
শান্ত দিঘির ভেতরে কোলাহল কলরব
তুমি ভালোবাসলে সকল ব্যর্থতা পরাভব
গোলফল, সফেদ জলে কত অমরাবতীর অনুভব।
এসো, মেশো__ সত্তায় আমায়,
ফুলে, ফলে, গহীন জলে নিয়ে যাও__ অমিয় অমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।