চাঁদটা গোল হলেই গোল বাধে ভেতরে...!!!
অমিয় চক্রবর্তীর কবিতা পছন্দের তালিকায় আছে অনেকগুলো। তারমধ্যে একটা - (‘পালাবদল’ কাব্যগ্রন্থ থেকে)
‘রাত্রি’
অতন্দ্রিলা,
ঘুমোওনি জানি
তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে
বলি, শোনো,
সৌরতারা ছাওয়া এই বিছানায়
¬সুক্ষ্মজাল রাত্রির মশারি¬
কত দীর্ঘ দু-জনার গেল সারাদিন,
আলাদা নিশ্বাসে¬
এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই
কী আশ্চর্য দু-জনে দু-জনা¬
অতন্দ্রিলা,
হঠাত্ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোত্স্না,
দেখি তুমি নেই॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।