আমাদের কথা খুঁজে নিন

   

সরকারি লোকজনই দখলবাজ হলে অন্যদের ঠেকাবো কীভাবে : নৌমন্ত্রী

www.nationalnews.com.bd

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, তার বিরুদ্ধে সরকারি দলের দুজন এমপি সরকারি কাজে বাঁধা প্রদানের যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তারা নিজেদের দোষ আড়াল করার জন্য বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছেন। বুধবার দুপুরে সিরাজগঞ্জ বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী যেখানে দেশের বিভিন্ন নদ-নদী দূষণ ও অবৈধ দখলমুক্ত করে খননের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করার উদ্যোগ নিচ্ছেন, অথচ সরকারি দলের দুই জন এমপি অবৈধভাবে নদী দখল করে মার্কেট তৈরি করছেন। সরকারি দলের লোকজনই যদি দখলবাজি ও চাঁদাবাজি করেলে অন্যদের আমরা ঠেকাবো কীভাবে? উল্লেখ্য, নৌমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সরকারদলীয় দুই সদস্য গোলাম মাওলা রনি ও ওমর ফারুক চৌধুরী। অন্য দিকে রনির বিরুদ্ধে পটুয়াখালীতে নদী দখলের অভিযোগ এনে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়। সংসদ সদস্য রনি ও ওমরের বিরুদ্ধে অভিযোগ তুলে নৌমন্ত্রী বলেন, সরকারি দলের এমপি হয়ে বরং তারাই সরকারি কাজে বাঁধা দিচ্ছেন। তাদেরকারণে পরিবহন সেক্টরে একদিকে অস্থিরতা সৃষ্টি করছে, অন্যদিকে তাদের এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এড. কেএম হোসেন আলী হাসানসহ বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.