আমাদের কথা খুঁজে নিন

   

বানের ব্যবচ্ছেদ



বানের ব্যবচ্ছেদ _________________ সব ভেসে যাক আজ বানের জলে ঘর-দোর, উঠোন আর খাঁ খাঁ মাঠ নর্দমার ব্যাপ্তি যাক বেড়ে সারা পাড়া-শহর আজ নর্দমা হোক ভেসে যাক নাজমার মা'র সংসার টুপ করে ডুবে যাক- বাপের মাথায় চড়া নাজমা আর ছোট ভাই। বান চাই, চাই বানের অনিয়ন্ত্রিত মহড়া জলে-জলে জলকেলি। বন্ধ হোক সুরমা, কুশিয়ারা, মনু, কালনীর ইতিহাসের ব্যবচ্ছেদ ভাঙুক পাড়, রাস্তা, ঘর, বুক আর হৃৎপিণ্ড তাতে বানের জলেরই বা কী সময়ের ঘড়িতে যতই বাজুক তিন কিংবা ছয় কিংবা নয়! একে একে সব ভেসে যাক শহর, শহরতলী, অজগাঁও কিংবা নাজমার মা'র ঠেস দেয়া মাটির দেয়াল জীবন, যৌবন-----

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।