অনেকেই হয়তো খবর শুনতে পাবেন যে উত্তরাঞ্চলের কয়েক টা জেলায় ভাদ্রমাসে ফের বন্যায় আক্রান্ত হেয়েছে! উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বন্যা পরিস্থিতির অবনতি, ইত্যাদি খবর শুনেছেন হয়তো। খবর আসলেই সত্য। বর্তমানে আমি সে রকম একটি বন্যা কবলিত এলাকায় আছি! তাই বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমার এ লেখার অবতারনা।
যমুনা নদীর খুব নিকটেই আমার গ্রাম। গত কয়েকদিন হল নদীর পানি বাড়ছে আর গত তিন দিন হল আমার গ্রামের আনাচে কানাচে বানের জল থৈ থৈ করছে।
বানের জল গ্রামের ঢুকেছে, আর সবার মাঝে কেমন যেন এক চঞ্চলতা বিরাজ করছে! আমি আজ সারাদিন বানের পানিতে গোসল করলাম আর কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে অনেকক্ষণ ঘুরলাম এদিক সেদিক। আমার বাড়ির পাশে কয়েকজন যুবক ছেলে জাল ফেলেছে মাছ ধরার জন্য।
অনেকে মাছ ও পাচ্ছে। নদীর মাছ, বিলের মাছ, পুকুরের মাছ সব মাছ পাওয়া যাচ্ছে। আমিও মাছ মারলাম।
সে কি তাজা মাছ, খেতে অন্য রকম স্বাধ। আমার মা খুব যত্ন করে মাছগুলো রান্না করলেন। আমরা অনেক জন মিলে মাছ ধরলাম। মজা করে গোসল করলাম। সে এক অন্য রকম মজা।
যা বর্ণনা করে বুঝানো যাবে না।
গ্রামের যুবতী মেয়েরা যখন একসাথে গোসল করতে নামে, সে সময় আমরাও নামি। কত ধরনের ফাজলামী করলাম তার অন্ত নাই।
তবে দুঃখের বিষয় হল এক মাস আগে কৃষক আমন ধান লাগিয়েছে। এই বন্যায় সব ধান নষ্ট হয়ে গেল।
সবার মাথায় হাত। পানি যখন কমা ধরবে তখন শুরু হবে নদী ভাঙ্গন। এসব অসুবিধা।
তবে যাই হোক সব কিছু মিলিয়ে আজকের দিন টা অনেক মজায় কাটল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।