আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীর বোরকা পরা ছাত্রীরা নিরাপত্তাহীন!!!

রাজনীতির আবর্জনাগুলো বাদ দিলে আপনার সাথে আমার দ্বিমত খুবই সামান্য।

প্রশাসন ও ছাত্রলীগের হুমকিধমকি, নির্যাতনে রাজধানীর বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর বোরকা পরা ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রীরা। এসব প্রতিষ্ঠানের রোবকা পরা ছাত্রীদের আটকে রেখে ছাত্রলীগের নির্যাতন এবং নিয়মবহির্ভূতভাবে প্রশাসনিকভাবে ব্যবস্থাও নেয়া হচ্ছে। এমনকি প্রতিনিয়ত বিভিন্ন হোটেল ও ছাত্রনেতাদের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের। এ নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এসব কলেজের বোরকা পরা ছাত্রী ও অভিভাবকরা। অনেকেই ভয়ে হল ও ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন। Source: আমার দেশ ekta muslim country te meyera বোরকা porte parcena.....what a shadhinota?? so whats the difference between FRANCE and BD where govt. going to band on বোরকা????? Where western country reaising voice against France because its violating basic human rights to have freedom of religion.....who will raise voice against in BD???? খবরদার! if u do so....u will be labeled as শিবির/জামাত/ছাত্রী সংস্থা...! পর্দা করা শুধু শিবির-জামাত বা ছাত্রী সংস্থার কর্মসূচী নয়...its a ordered from God of Universe......whats wrong with this people..............????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।