ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরী প্রচার সম্পাদক শহিদুল ইসলাম কবির বলেছেন, ৫২’র ভাষা আন্দোলনের পথ ধরে ১৯৭১ এ যে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছিল সে দেশে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে সে গনতন্ত্র,মানবাধিকার ও নাগরিক অধিকার থেকে সরকারী দল ছাড়া অন্যরা বঞ্চিত। সাধারন মানুষের জান মালের নিরাপত্তা নেই। নেই ুধা নিবারনের প্রয়োজনীয় ব্যবস্থা।
তিনি বলেন, সবকিছু দেখলে বুঝা যায় দেশের মানুষ চরম অস্থীরতার মধ্যে জীবন জাপন করছে।
পাইকারী গেফতার অভিযানে সাধারন মানুষ আতংকিত। ৯০% মুসলমানদের দেশে যেভাবে ইসলামী বই পুস্তককে জিহাদী বই আখ্যা দিয়ে মুসলমানদেরকে হয়রানী করা হচ্ছে,তাতে মানুষ বাসা অফিসে কুরআন-হাদীস,ইসলামী ্বই-পুস্তক রাখবে কিনা তা নিয়ে ও সিদ্ধান্তহীনতায় ভুগছে। অবস্থা দেখে মনে হয় কুরআন হাদীসের চেয়ে সরকার বঙ্গবন্ধুর জীবনী এবং সরকার সমর্থক নাস্তিক মুরতাদদের বই রেখে কুরআন-হাদীসের পরিবর্তে সেগুলি পাঠ করতে অঙ্গুলি নির্দেশ করছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর কদমতলী ও সবুজবাগ থানা শাখা আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কদমতলী থানা সভাপতি মাওলানা শাহজাহান নিজামী এবং সবুজবাগ থানার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত দ’ুটি দাওয়াতী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আলহাজ্ব মনোয়ার হোসেন,মাওলানা বাছির উদ্দিন মাহমুদ,মোহাম্মদ শাহ আলম মানিক,মোহাম্মদ নুরুজ্জামান সরকার ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।