আমার দেশের মত ডিজিটাল দেশ কোথাও পাবে না গো.. সে যে আমার ডিজিটাল জন্ম ভূমি...
প্রথম পাতায় শুধু ২১এর লেখা আসছে। খুব ভালো লাগছে লেখা গুলো পড়ে।
আজ দেখবেন আমরা বাংলাকে কতটুকু ভালোবাসি।
তার প্রমান?
আচ্ছা দিচ্ছি,
১. সাদা পান্জাবী পড়ে রাস্তায় হাটবো
২.ফুল নিয়ে যাবো
৩. পাড়ায়-পাড়ায় ২১এর পতাকা উড়াবো
৪. সন্ধায় অনুষ্টান হবে গানের সাথে
৫. নেতারা আজ কিছু নতুন ওয়াদা করবেন।
আর সব প্রমানের বড় প্রমান আজ পাবেন আর তা হলো কেউ কেউ যাবো পকেটের পয়সা যুগাতে রক্ত বিক্রি করতে এই আজকের দিনে।
এই সব মনে করিয়ে দেয় আজ একুশে ফেব্রুয়ারী।
দয়া করে কেউ লম্বা লেকচার দিতে আসবেন না আমার পোস্টে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।