মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না! হাকলেবেরি ফিন_বোরহান এবং কুনাল Advanture of Huckleberry Finn বইয়ের নাম অনুযায়ি নামকরণ করা হয়েছে গানটির। দারুন একটা গান। মনের আকাশে_কাজী শুভ নতুন গানগুলোর মধ্যে ভালো একটি গান। অন্ধকার ঘরে এই গানটা অন্তত সবার ভালো লাগবে। কোন মানে হয় না _আরেফিন রুমি এ গান নিয়ে আনিসুল হক ইতিমধ্যে অনেকটাই বলে ফেলেছেন নিরবে_মিলা এবং ফুয়াদ মিলা সাধারনত যে ধরনের গানগুলো গায়, তার থেকে ব্যতিক্রম। একটা তুমি আমার_ফুয়াদ স্লো ফরম্যাটের গান। রঙ বেরঙের মানুষ_তমাল রং বেরং এর মানুষ আমার মনের মধ্যেখানে ...... আমি ভুল করে আর্টসেলের গানটার লিঙ্ক না দিয়ে ফুয়াদের লিঙ্কটা দিয়ে দিয়েছি। পরের কোন এক ব্লগে আর্টসেলের গানটা না হয় দিয়ে দিব। এ মুহুর্তে মাফ চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।