খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আবদুর রহমানকে অপহরণ ও গুম মামলায় চরমপন্থি নেতা দেবু প্রসাদ ওরফে দেবুসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত।খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুজিবর রহমান আজ এ রায় ঘোষণা করেন।আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী জানান, ২০০৩ সালের ১৮ এপ্রিল সন্ত্রাসীরা আবদুর রহমানকে অপহরণের পর গুম করে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়। এ মামলায় চরমপন্থি নেতা দেবু (পলাতক), প্রভাত, বিশ্ব ও জাকিরসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।