আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভায়ের রক্তে রাঙ্গানো ...



যারা যায় ... সেই শহীদছেলেরা বোকার মতন যায়। যারা থেকে যায় চতুর হাসিতে, নিজেদের পালটায়! পালটে যাচ্ছে জীবনযাপন ... দারুণ দিকবদল ... সর্পিল সব উড়ালপুল আর সাপুড়ে শপিংমল। একটা কিনলে তিনটে মুফতএ ...টিভিতে ... এফএমএ ... সেলএ ... মনের মতন কিনো রিং টোন, ক্ষুধার অন্ন ফেলে! ক্রেডিটকার্ডে মধ্যবিত্ত মগজ-পকেট ফাঁকা বিশ্বায়নের রঙ্গিন সুতোয় গাঁথা কলকাতা-ঢাকা। টুঁটি টিপে মারো বুকের আবেগ ভাষা চেতনার নাম, বিশ্বায়নের বার্তা বলছে "হিংলিশ-মিডিয়াম"! বাংলা আমার নাচেরে আজিকে ... মিঠুনের সাথে নাচে ... বাঙ্গালি এখন একটা জীবন, বাঁচবার মত বাঁচে! এমন সুখের সময়ে শহীদ তোমরা এসোনা ... ছিঃ তোমরা মরেছো। আমরা চালাক ... দিব্যি বেঁচে আছি! ক্যালেন্ডারের উদাস পাতায় তারিখেরা দেয় পাড়ি ... আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি। *********************************************** হিন্দি+ইংলিশ= হিংলিশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.