আমাদের কথা খুঁজে নিন

   

~~~ফ্যান্টাসীঃ এক ঘন্টার আর. জ়ে~~~

skype :: hasib.zaman

আর জ়ে কিংবা কথাবন্ধু যাই বলি না কেন তাদের কথাবার্তা আমার বিশেষ একটা ভাল লাগে না, যা ভাল লাগে তা হচ্ছে গান। অনেক আনকোরা নতুন গানের সাথে পরিচিত হই যেগুলো হয়ত কখনোই আমি খুঁজে পেতাম না। আবার স্মৃতির চোরাগলিতে হারিয়ে যাওয়া অতিপ্রিয় পুরনো কোন গান নতুন করে ফিরে পাই। আমার দীর্ঘ বাসজার্নি কিছুটা হলেও সহনীয় হয়। তাই বলতে দ্বিধা নেই এফ এম রেডিও কে আমার ভাল লাগে।

আর সেই ভাল লাগা থেকে এই ফ্যান্টাসী। ধরা যাক, এক ঘন্টার জন্য আমি হয়ে গেলাম আর জ়ে। এই সময়ের মধ্যে আমার সিলেক্ট করা মোট ১০ টি গান বাজবে। তাহলে কোন গানগুলো থাকছে আমার প্লে-লিস্টে? স্কুলবালকের প্রথম প্রেমে পড়া। এক এবং অদ্বিতীয় নীলাঞ্জনা।

কোনদিন যে গান পুরনো হবে না – লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম এরপর একরাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজেনা মনোবীণ অবসাদে ঘিরে একা সে দীর্ঘ দিন হাজার কবিতা বেকার সবই তা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা মন উথাল পাথাল করা জোছনা রাতে মাঝে মাঝে গেয়ে উঠি আনমনে – অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাঁটা কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা হাতে তার অ্যাকুস্টিক, পকেটে হারমোনিকা কষ্টে ভরা এ জীবনের বহু গান যে তার শোনা আমাদের এই বাংলাদেশে ছিল তার বাড়ি কাউকে কিছু না বলে অভিমানে দূরদেশে দিল পাড়ি পকেটে টাকা শেষ, খাওয়া হয়নি কিছু ক্ষিদে কেন ছুটছে শুধু তার পিছু পিছু অদ্ভুত ছেলেটি শুরু করলো গাওয়া হাতে তার অ্যাকুস্টিক, পকেটে হারমোনিকা – জোছনায় অজানা পথে চলা এখানে আছে যে মোর ভালবাসা একটা গোপন কথা বলার ছিল, যা গোপন রয়ে গেল সারাটা জনমভর একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার, একবার শুনে ভুলে যেও বারবার, ভুলেও কাউকে বলোনা আবার। মুখে ভালবাসিনা বলে মনেতে প্রেম নিয়ে চলে আজ অনেকেই, এতোদিন ছিল সাধারণ, তার মাঝে একজন, যাকে আজ বড় আলাদা লাগে। মন আধারের নিলীমায়, তোমাকেই আজ খুঁজতে চায়, জানিনা কোথায় পাব তোমায়, একবার এসে দেখো আমায়। ধূ-ধূ মরুভূমি, তেপান্তরের মাঠ আর একলা আমি। যখন মনে হয় তুমি ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই tu hi re, tu hi re, tere bina main kaise jiyu aaja re, aaja re, yu hi tadpa na tu mujhko jaan re, jaan re, in saanso mein bas jaa tu chaand re, chaand re, aaja dil ki zameen pe tu একাকী যুবক, নির্ঘুম রাত - বিষণ্ণতা।

Show me the meaning of being lonely So many words for the broken heart It's hard to see in a crimson love So hard to breathe Walk with me, and maybe Nights of light so soon become Wild and free I could feel the sun Your every wish will be done They tell me Show me the meaning of being lonely Is this the feeling I need to walk with Tell me why I can't be there where you are There's something missing in my heart কোনভাবেই যখন তাকে ভোলা যায় না আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালা আর প্রাণে সহে না ওওওও মনোরে কিসের তরে রয়ে গেলি তুই আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালা আর প্রাণে সহে না কিছু কিছু সময় আসে, যখন না ভাল লাগে স্লো টাইপের গান, না ভাল লাগে রকিং গান, কিছুই ভাল লাগে না। তখন আমার এই গানটা ভাল লাগে। ও আমার উড়ালপংখীরে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকবো মাটির ভরে আমার চক্ষে বৃষ্টি পড়ে তোর হইবে মেঘের উপরে বাসা ও আমার উড়ালপংখীরে যা যা তুই উড়াল দিয়া যা নিজেকে রোমান্টিক একটু বেশী মাত্রায় রোমান্টিক মানুষ মনে করি। আমার প্লে-লিস্টে একটা কড়া প্রেমের গান না থাকলে চলবে কেমনে? কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো? মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো? পথে চলতে চলতে কোন একদিন তার সাথে দেখা হবে। যদি একলা পাই তখন জিজ্ঞেস করবো, কেমন আছো? আজ আবার সেই পথে দেখা হয়ে গেল কত সুর কত গান মনে পড়ে গেল বলো ভাল আছো তো? বলো ভাল আছো তো? তুমি চেয়ে থাক আর নাইবা থাক, আমি বহুদূর যেতে চাই, বহুদূর .... .... রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়, আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।

তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই, হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই। --------------------------------------------------------- যারা গান ভালোবাসেন তাদের জন্য এখন এই ফ্যান্টাসী। মনে করেন, পরবর্তী এক-ঘন্টার জন্য আপনি আর জ়ে। কোন ১০ টি গান থাকবে আপনার প্লে-লিস্টে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।