আমাদের কথা খুঁজে নিন

   

শাড়ী কেনা (সামান্য ১৮+)



আজ চতুস্কোনকে সাথে নিয়ে গেলাম নিউ মার্কেট এ কিছু কেনা কাটা করবো। সব কিছুর মাঝে একটা ছিলো বউ এর জন্য শাড়ী। পুরো নিউ মার্কেট ঘুরলাম অনেক শাড়ী দেখলাম পছন্দ হচ্ছে না। শেষের দিকে একটা দোকানের সামনে এসে চোখ আটকালো। একটা ডামিকে পরানো শাড়ীটা খুব ভালো লাগলো।

দোকানদার কে বল্লাম এ্ই শাড়ী টার কোনো কপি আছে? উত্তরে না । কি আর করা এই টাই নিব। দোকেনের ভিতরে আমরা অপেক্ষা করলাম। দোকানদার শাড়ী টা সুন্দর করে প্যাক করে দিলেন। বাহিরে এসে চতুস্কোন আমাকে ডামিটার দিকে ইঙ্গিতে বল্লো, শেষ পর্যন্ত এই কাজ করলি ।

আমি পিছন ফিরে দেখলাম...... এর পর মুচকি হেসে বাসার দিকে ফিরলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।