তোমার শাড়ীর কত রঙ
কখনো তা আকাশের নীল,
গাছের সবুজ কখেনোবা
কখনো ধুসর রঙ চিল।
কখনো বুননে শুধু সুতো
হাজারে হাজার লাখে লাখে,
কখনো মাখানো মমতাতে
আমায় জড়িয়ে বেধে রাখে।
কখনো তোমার শাড়ী, প্রেম
হাোয়ায় আঁচল যায় ছুয়ে
কখনো তোমার শাড়ী, ছায়া
আশ্রয়ে বেঁচে আছি, নুয়ে।
কখনো তোমার শাড়ী, ক্ষোভে
দ্রোহের অনলে থেকে থেকে,
আমায় পোড়ায় অবিরত
আমার পৃথিবী দেয় ঢেকে।
কখনো তোমার শাড়ী, তুমি
তোমার মতই যেন লাগে,
শাড়ীতে জড়ানো তুমি চেনা
জন্মেরো বহু বহু আগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।