আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাচালে পইরা গেছি !!!

তুষার

গতকাল আমার এক কলিগ একটা ল্যাপটপ নিয়া আসে আমার কাছে। তার অভিযোগ যে ল্যাপিটা খুব ধীরগতির। তো আমি কোন কিছু না ভাইবা ডিভিডি ড্রাইভ থেকে নতুন কইরা উইন্ডোজ এক্সপি সেট আপ দিছি উইন্ডোজ থেকেই।এখন পইরাগেছি ক্যাচালে। আধা সেটআপ হওয়ার পর এখন দেখি খালি রিস্টাট লয়। বায়োস চেক কইরা দেখি ডিভিডি ড্রাইভ বায়োস চেনে না। ইউএসবি বুটের সুবিধাও নাই। এইদিকে আমি আবার সি ড্রাইভ ফরমেট কইরা ফালাইসি। কি করি বুঝতাছে না? টেকি ভাইরা কোন পরামর্শ দিতে পারেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।