আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার নিয়া ক্যাচালে পড়ছি একটু হেল্পান

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক।

ব্যাংক এশিয়া ক্যাপিটাল মার্কেট ডিভিশান এ একটা নতুন বি ও একাউন্ট খুলসিলাম প্রাইমারি শেয়ার আবেদনের লাইগা।পাইছিও একটা। কিন্তু বেচতে গিয়া টাস্কি খাইলাম যখন জানলাম এই শেয়ার বেচতে হইলে আমারে “Notification Letter” মানে আমি যে শেয়ার পাইছি তার প্রমান দিতে হইব।অথছ শেয়ার গুলা অলরেডি আমার একাউন্ট এ আইসা দাত কেলাইতাসে।কিন্তু হেরা আমারে ঐ পেপার ছারা কিছুতেই বেচতে দিব না।এর আগে এগো লগে আমি কোন লেনদেন করি নাই তাই এগুলা কিছুই জানিনা।এখন আমার কথা হইল এদের এই আচরন কি ঠিক?কোন আইনের ভিত্তিতে এই কাজ করতাসে?এখন আমি কি করমু? (আমার “Notification Letter” টা আমি পাই নাই, দারোয়ানরাও কিছু কইতে পারল না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.