আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম জনতা এবং জামাত এ ইসলামী; আকাশ এবং পাতাল ।

আমি ভাই নিজেরে কমই চিনি :) নামায শুরু হবার কিছুক্ষণ আগেই আসল...তাদের মধ্যে কথা হচ্ছিল ফিসফিসিয়ে... ইমাম সাহেব এর বক্তব্যর চাইতে তাদের কথা বেশি জরুরী ছিল... নামাজ শেষ, মুনাজাত এর আগেই ওরা উঠে দাঁড়াল...ওদের তো মুনাজাত করতে হয়না...একসাথে কয়েকজন...একজনের হাতে ফোন, ওপাশ থেকে লাইনটা তখনও কাটেনি... বাইরে তখন হই হই রব...এরা সবাই কিন্তু নামাজ ও পরেনি, কিন্তু কথা থেকে এসে জড় হল...কিন্তু তারা তাদের নিজেদের "মুসলিম", "জিহাদি" বলতে দ্বিধা করেনা... এদের চিনে রাখুন, এরাই হল সেই "terrorist" যাদের জন্য আজ সমগ্র বিশ্বজুড়ে মুসলিমদের হেয় করা হয় । দেশের সমস্ত "প্রকৃত মুসলিম(অরাজনৈতিক)" গণ এদের ভাল করেই চেনে । কিন্তু এ বানী পৌছায় না আপামর জনতার কাছে। ইসলাম শব্দের অর্থই তো শান্তি । একজন প্রকৃত মুসলিম কোন দিন অশান্তি সৃষ্টি করবে না, সে কখনই রাজপথে নেমে ভাংচুর করবে না ।

এদের জন্যই আজ আমার বয়বৃদ্ধ পিতা কে পুলিশের বুলেটের শিকার হতে হয় । আমার চোখের সামনে শত বয়স্ক পিত্রতুল্য মুসলিম আজ আহত । এ আঘাত আমার পিতার শরীর এ না আমার বুকে । এই নরপিশাচ গুলিকে চিহ্নিত করতে হবে। তারা জামায়াত - লীগ - দল পালিত এসব দেখা হবেনা ।

তাদের একটাই পরিচয় , তারা অপরাধী । আর "জামায়াত" তোমরা জেনে রাখ, এ যুগের প্রজন্ম utube-facebook-blog পাগল ছেলেমেয়ে হতে পারে, কিন্তু তারা "অন্ধ" না ! তোমাদের অপরাধ এর শাস্তি পাবেই ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.