আমাদের কথা খুঁজে নিন

   

মধ্য ফেব্রুয়ারির শহীদেরা - আমরা তো তোমাদের ভুলেছি

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

আজকে আমার গাড়ি ছিল না। তাই রিকশা করে হাইকোর্টে নেমেছি। তখনই মনে পড়লো শহীদ জাফর, জয়নাল আর দীপালি সাহার কথা। আমরা কতো সহজে সব ভুলে যাই! ১৯৮৩ র মধ্য ফেব্রুয়ারির শহীদেরা।

এরশাদ বিরোধী আন্দোলনের সেটাই ছিল শুরু। তার তিনদিন আগে স্বৈরাচারের কাছে আত্মা বিকিয়েছে জিয়াউদ্দিন বাবলু। এরশাদের বিশিষ্ট চামচা জেনারেলরা আমাদেরকে নিশ্চিহ্ন করার সর্বাত্মক চেষ্টা সেদিন করেছিল। ঢাকার কথা আমরা চট্টগ্রামে শুনেছি রাতে। পরের দিন মেডিকেল কলেজ থেকে মিছিল এসে চট্টগ্রাম কলেজে আমাদের সংগঠিত করে।

সেদিন চট্টগ্রামে শহীদ হোন ছাত্রনেতা মোজাম্মেল। ১৫ ফেব্রুয়ারি আমার প্রথম এরশাদ বিরোধী মিছিল। এখনো যখন আমি ভাবি, কোথা থেকে আমি আমার সকল কাজের প্রেরণা পাই, তখন সব সময় ১৫ তারিখের মিছিলের কথা মনে হয়। পুলিশের লাঠির বাড়ি খেয়ে চট্টগ্রাম কলেজের মোড়ের একটা বড় নালা পেরিয়ে কোনদিক দিয়ে আন্দরকিল্লা। দুপুরের পর বাসা থেকে লোক যখন খুজতে বের হয়েছে, থখন আবার কলেজের কাছে।

জাফর, জয়নাল, মোজাম্মেলের কথা কী মনে আছে আমাদের? ২৮ তারিখে শহীদ সেলিম-দেলোয়ারের গায়ের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিয়েছে এরশাদ জান্তা। তাও মনে হয় আমরা ভুলতে বসেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।