একবার যেনো হই মানুষ
আমি একবার যেনো হই মানুষ
সেই কবে থেকে ছাই চাপা লোভের আগুনে পুড়তে পুড়তে হলাম যে বেহুশ
আমি একবার যেনো হই মানুষ। ।
পাপি যদি ডোরা কাটা দাগে চেনা যেত
চিতা বাঘ দেখে আমায় আদর করে নিত
স্বার্থটাই বেশি বুঝি
আমি বুঝি নারে দোষ। ।
আমি একবার যেনো হই মানুষ।
।
ভাল যদি বৃষ্টি হয়ে বয়ে বয়ে যেত
মরু ভূমি আমার খড়ায় দগ্ধ হয়ে যেত
বিবেকের মাথা খেয়ে করি যে আপোষ,
একবার যেনো হই মানুষ। ।
সেই কবে থেকে ছাই চাপা লোভের আগুনে পুড়তে পুড়তে হলাম যে বেহুশ
আমি একবার যেনো হই মানুষ। ।
গানটি শুনতে চাইলে নিচের লিংকটি ক্লিক করে ৯নং গানটি শুনুন
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।