সূর্যাস্ত দেখেই চলে যাবো
অনন্ত আহমেদ
তোমাকে নিয়ে একটি সূর্যাস্ত দেখেই চলে যাবো
বলা যায় নির্দিধায় চলে যাবো
পিছন ফিরে আর তাকাবো না,
সময় হয়েছে কিনা সেই প্রশ্নও করবো না,
একটু গিয়ে থমকে দাড়াবো না
তোমার ডাকার আশায়..
কথা দিচ্ছি চলে যাবার আগে ইতস্তত: ভাবটা
থাকবে না একটুও
কোনো ছল-চাতুরিও করবো আর
যেমন করেছি এতদিন ফিরে না যাবার জন্যে |
এমন একটি সূর্যাস্ত দেখার জন্যে
তোমার সাথে শেষ সূর্যাস্ত দেখার আগে
কিছুটা দুর্দান্ত প্রস্তুতি নিতে হবে
তোমার সাথে কিছুদিন ‘রবীন্দ্র সরোবর’ এ হেটে হেটে
বাদাম খাওয়ার অভ্যাশটা কমাতে হবে,
হঠাৎ করে বাদ দেয়াটা ঠিক হবে না
রিক্সার স্বল্পতায় কি সুন্দর জায়গা হত আমাদের !
সেই উষ্ণতা আরো একটু পেতে চাই যাবার আগে
লোডশেডিং এর ফাকে সবার চোখ এড়িয়ে
দুষ্টামি টুকু বেশ মজার ...
হোক না আরো কয়েকবার |
হলুদ শাড়িতে তোমায় মানে ভালো
মনে হয় প্রতিদিন পহেলা ফাল্গুন
সদ্যস্নাত ভালোবাসার আয়োজন,
লাল শাড়িতে তোমাকে প্রতিমার মতো লাগে
আমার মাথায় তোমার করতল
শুভ কামনার বিরামহীন স্রোত,
সবুজ শাড়িতে তোমাকে মনে হয় মানচিত্র
আমার স্বদেশ - আমার স্বাধীনতা
তোমাকে আমি গায়ে-মাথায় মাখি,
এই সব শেষ হলে আমার প্রস্তুতি শেষ হবে
তারপর তোমাকে নিয়ে দেখবো
সোনালী সূর্যাস্ত
শেষ বার
তারপর চলে যাবো |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।