আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশায় সূর্যাস্ত

আমার ব্যক্তিগত ব্লগ

হিমছড়িতে ছাতিওয়ালা চেয়ার ভাড়া করে বসেছিলাম সূর্যাস্ত দেখব বলে। এর মাঝে ৩ যুবক (আমাদের সফর সংগী) পানিতে দাপাদাপি শুরু করছিল। আর বাকি ৩ কন্যা ফটোসেশনে ব্যস্ত। সূর্য ডুবছে, টকটকে কমলা সূর্যের ছবি তুলছি এক সেকেন্ড পরপর। এক পর্যায়ে সূর্যটা সাগরের কাছে কুয়াশায় ডুবে গেল।

ক্যামেড়া ধরে দেখলাম, ক্যামেড়ার পর্দায় তখনও সূর্য দেখা যাচ্ছে। হয়তো আমার চোখে সমস্যা আছে, তাই খালি চোখে ভাল ভাবে সূর্য দেখতে পাচ্ছিলাম না। তাই সই। তারপর সূর্যটা আসতে আসতে মিলিয়ে গেল ঘন কুয়াশায়। যেন কুয়াশায় ডুব দিল।

সাগরে না হোক, কুয়াশায় সুর্যাস্ত দেখলাম। ভালই লাগল। পুরোপুরি সাগরের স্বচ্ছ নীল পানিতে আমি সূর্যাস্ত দেখেছি লোহিত সাগরে, সৌদি আরবের উমলেজের বীচে। প্রকৃতির সব কিছুরই আলাদা সৌন্দর্য আছে, সূর্যাস্ত সাগরে হোক, কুয়াশায় হোক আর শহেরে বিল্ডিংয়ে হোক। হয়ত কোনদিন কুয়াকাটা গিয়ে সুর্যদয়ও দেখার সুযোগ হবে সাগরে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।