আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম বাংলার নায়াগ্রা এবং রাইখাং/রাখিয়াং লেক থেকে (ফটোব্লগ)

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
(ছবি: দূরের পাহাড় থেকে বগালেক) ঘুরে বেড়াতে আমার খুব ভাল লাগে, তাই সময় পেলেই কয়েকজন বন্ধুকে জড়ো করে চলে যাই - কখনো সমুদ্রে, কখনো জঙ্গলে, কখনোবা পাহাড়ে। এর মধ্যে পাহাড় আমাকে খুব বেশি টানে। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় ২০০৪ সালে প্রথম কেওক্রাডং যাই। তারপর থেকে বেশ কয়েকবার বান্দরবানে গিয়েছি। এভাবে একবার রাখিয়াং বা রাইখাং লেক সম্পর্কে জানতে পারি - এটা বান্দরবানের সবচাইতে বড় প্রাকৃতিক লেক, বগা লেকের চাইতে কয়েকগুন বড়।

আর্ও জানতে পারি এই লেকের কাছেই আছে একটা জলপ্রপাত যার দ্বিতীয়টি বাংলাদেশে নেই। তবে অনেকদিন ধরে এ যায়গাটিতে যাবার ইচ্ছা মনে পুষে রাখতে হয়েছিল, কেননা যাবার রাস্তা খুবই দুর্গম এবং বান্দরবানের যে কোন জায়গা থেকে এখানে যেতে বেশি সময় লাগে। গত ডিসেম্বরে ঈদের পরপর অফিস থেকে ছুটি ম্যানেজ করে আমি আর আমার বন্ধু মিথুন বেড়িয়ে পড়লাম রাইখাং লেক আর জলপ্রপাতের উদ্দেশ্যে। রাইখাং লেক ভারতের মিজোরাম বর্ডারের একদম কাছে। বগালেক থেকে চারদিনের মত সময় নিয়ে যেতে পারলে রাইখাং লেক মোটামুটি ভালভাবে যাওয়া যায়, কিন্তু আমাদের হাতে সময় না থাকায় মাত্র দু'দিনে সে পথ অতিক্রম করতে হয়েছিল।

ফলে আমাদের রাতের বেলাও হাটতে হয়েছিল, পায়ের অবস্থা কি ছিল তা নাই বা বললাম!! রাইখাং লেক থেকে বগালেকে ফিরে হাটুর নিচ থেকে কোন অনুভূতি ছিলনা, মনে হচ্ছিল পা দুটো কাটা পড়েছে। তবে এই যাত্রায় যে সব জায়গা দিয়ে গিয়েছি সেসব দৃশ্য পথের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। তার কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবার ভাল লাগবে ১. আমাদের মূল যাত্রার শুরু বগা লেক থেকে, মিথুন আর আমার সাথে আমাদের পুরোনো বন্ধু লারাম। এবারে ট্যুরিস্ট বেশি থাকায় লারাম আমাদের সাথে যেতে পারেনি, তবে গাইড ঠিক করে দিয়েছিল। ২. বগালেক থেকে কেওক্রাডং এর রাস্তা ধরে কিছুদূর যাবার সাইকত পাড়ার রাস্তা ধরতে হয়, সেখানটাতে আমরা ৩. যাবার রাস্তা প্রায় পুরোটাই এমন খাড়া চড়াই।

জান বের হয়ে গেছিল আমাদের ৪. সাইকত পাড়ার আগেই পথে পড়ে ছিমছাম হরমন পাড়া ৫. সাইকত পাড়ার পথে আমি ৬. মিথুন ৭. সাইকত পাড়ায় যাত্রা বিরতি ৮. সাইকত পাড়া ছাড়িয়ে নিচের দিকে নামছি আমরা ৯. রুমা খালে পুর্নজীবন লাভ ১০. পথে দেখা গয়াল মশাই ১১. ঝিরি পথে অবিরাম হাটা ১২. পাহড়ের চূড়া থেকে রাইখাং লেক ১৩. কোজআপ অফ রাইখাং লেক ১৪. ভোরের রাইখাং লেক ১৫. ঘুমঘুম চোখে ১৬. নীল জলের অপরূপ রাইখাং ১৭. লেকের জলে সাদাফুল ১৮. রাইখাং লেকের স্যাটেলাইট ছবি, পাশের নদীটিই জলপ্রপাত (গুগল আর্থ) ১৯. রাইখাং জলপ্রপাত ২০. বাংলার নায়াগ্রা ২১. আমরা করেছি জয় ২২. রাইখাং জলপ্রপাতটি ধাপে ধাপে প্রায় ৫০ মিটার নিচে নেমে গেছে ২৩. মাতাল জলধারা ২৪. কঠিন স্রোত ২৫. ভাবের উপ্রে আছি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.