আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো... শুনতে পাচ্ছেন? হ্যা, হ্যা আপনাকেই বলছি।।

সামওয়ান উইল উইন দ্য রেস মহানবী (সঃ)-র জীবনের একটা গল্প শুনি আসুন। মুহাম্মদ (সঃ) যে পথ দিয়ে যেতেন সেই পথে কাঁটা বিছিয়ে রাখতো এক বুড়ি। নবী যাবার সময় কাঁটা বেছে হেটে যেতেন। এ ছিল নিত্য দিনকার ঘটনা। তো একদিন তিনি হেটে যাচ্ছেন কিন্তু তাঁর পথে আজ কোন কাঁটা নেই! কি ব্যাপার!! চিন্তায় পরে গেলেন মুহাম্মদ (সঃ), ভাবলেন বুড়ি কি অসুস্থ্য হলো, কোন খারাপ কিছু হলোনাতো!! বুড়ির বাড়ি গিয়ে দেখেন সত্যিই বুড়ি অসুস্থ্য।

এরপর সেই বুড়ির সেবা করেন তিনি। এই গল্পটা অনেক আগে শুনেছি। যতটুকু মনে পরে ঘটনাটা এমনই ছিল। এক সামান্য বুড়িকে শায়েস্তা করার অনেক উপায় ছিল। সেই বুড়ির ঠ্যাং ভেঙে দেয়া যেত, মেরে কেটে বাড়িতে ফেলে রাখা যেত, কড়া ধমক দেয়া যেত, মৃত্যুর ভয় দেখানো যেত।

আরো কত কি!! কিন্তু দেখুন ঘটনা ঘটলো ঠিক উল্টো আপনি নবীর উম্মত, প্রিয় নবীর প্রিয় উম্মত। আপনি সেই উম্মত যার জন্য জীবনের শেষদিন পর্যন্ত ভেবে গেছেন তিনি, যার পরোকালের পথ সুগম করার জন্য সব ব্যবস্থা করবেন তিনি। অথচ আয়নায় নিজেকে দেখুন। কি দেখতে পাচ্ছেন- একটু খেয়াল করে দেখুন। আপনার হাতের দিকে- পায়ের দিকে- আঙুলের দিকে-চোখের দিকে-মুখের দিকে তাকিয়ে দেখুন।

কি দেখতে পাচ্ছেন!!! কি হিংস্রতা, তাইনা? ভয়ঙকর। আপনার চোখে মুখে কি জান্তব উল্লাস। কি শিখেছেন মহানবীর জীবন থেকে? কোন সাহসে নিজেকে মুহাম্মাদ (সঃ)এর উম্মত বলেন? কোন সাহসে বলেন অন্যে ধর্মের অবমাননা করছে, প্রিয় নবীকে খাটো করেছে? এই আপনার ধর্মানুভুতি, এই আপনার বিবেক? আপনার ধর্মানুভুতি আপনাকে পবিত্র মসজিদে আগুন দেয়া শিখিয়েছে, আপনাকে বোমা মারা শিখিয়েছে? আপনাকে হত্যা করা শিখিয়েছে??? আপনার ধর্ম আপনাকে কিছুই শেখায়নি। আপনি আসলে ধর্মের ধার ধারেননা। আপনি, হ্যা আপনিই ইসলামের অনেক বড় শত্রু।

যার ভেতর দেশপ্রেম নেই সে আবার কিসের ধার্মিক? ছিঃ... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।