খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে
হ্যালো,
মাই ডিয়ার "সামু"। কেমন আছো তুমি ,হু । অভিমান করেছ , বুঝি । রাগ করো না , হু- আমি জানি । অনেক দিন পেরিয়ে গেছে ।
অনেক দিন আমি আসতে পারিনি তোমার ঠিকানায়। মার্জনা করো, আমায়। এতটুকুন মার্জনা । ।
আসলে ডিয়ার , সত্যি বলতে কি - যান্ত্রিক এই শহুরে এসে আমি নিজেও যে কবে যন্ত্র মানব এ পরিনিত হয়ে গেছি , তা বুঝতেই পারি নি কখনোও।
মনের অজান্তেই কেটে যাচ্ছে এক একটি দিনপঞ্জিকা। ভোরের আলো আর ঊষা লগ্নের আভার পার্থক্য বুঝে উঠতেই পারছিনা, মোটেও ।
তবুও তোমায় রেখেছি বেঁধে এই নয়নে নয়নে ।
কত দিন দেখিনা দু' চোখ ভরে তোমায়। কত দিন দিন লিখি না গদ্য আর পদ্যর ছন্দে তোমার এই উষ্ণ পিঞ্জরে ।
তাইতো, আবারোও ফিরে এলাম এই তোমার চরণ চুমিতে । আবেগ, ভালবাসার সিক্ত পরশিত সুধা পান করতে ।
ইতি,
তোমারই হাসান মুহিব
০৭/১০/১৩ # ১:১৫
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।