অনেক রাত জেনেই দীর্ঘশ্বাস ছাড়ে মটোরোলা । এখন সে টেবিলের এক পাশে । প্রতি দিনে র মত আজও তার রাত কাটবে ভেবে ভেবে । আজ সারাদিন কত কল আসল । ১০ টা কল সারাদিনে আর ৩০ মিনিট চার্জ ।
যদিও পেট ভরেছে এতে । তারপর্ও আরেকটু হলে খারাপ হত না । তার সাথে আরেকজন ও আছে সে সিম । দুজনই ভাল বন্ধু । তবে সিম কম ভাবে ।
কাজ করে বেশি । তাই ওর সাথে তেমন জমে না । জীবনটা কেমন বিরক্তিকর । ফোন রিসিভ করলে হ্যালো বলে । তারপর কখন্ও শুরু হয় দীর্ঘ ক্ষন আলাপ অথবা অল্প কথা ।
প্রতিদিন কত কথা । এত কথা বলে কি ভাবে । ওদের চার্জ একদিন একটু মুখে পরেছিল । আমার তো দম বন্ধ হয়ে গিয়েছিল। তারপর তাড়াতাড়ি মুছে দিয়েছিল ।
এভাবে এক মটোরোলার জীবন কাটে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।