আমি এক জন পথ ভ্রষ্ঠ মানুষ,,,,
তৈরি হচ্ছে মাকড়সা জালের মতো সিল্ক
মাকড়সা জাল যেভাবে বাতাস থেকে পানি ধরে রেখে মুক্তা দানার মতো পানির মালা তৈরি করে সেভাবেই রাসায়নিক বিক্রিয়া থেকে উপাদান বের করার পদ্ধতি বের করেছেন চীনা বিজ্ঞানীরা। খবর বিবিসি অনলাইনের।
মাকড়সার জালের গঠন মূলতঃ অসম্ভব সরু তন্তুর তৈরি রিং এবং এই রিংয়ের জয়েন্ট দিয়ে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্য কাজে লাগিয়েই মাকড়সা জালের মতো নতুন উপাদানে তৈরি সিল্ক তৈরি করতে যাচ্ছেন। গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে ‘নেচার’ সাময়িকীতে।
বিজ্ঞানীদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই গবেষণার মাধ্যমে তৈরি হওয়া উপাদান প্রয়োজনে রাসায়নিক অনুঘটক হিসেবে ব্যবহার করা যাবে। আর এতে করে রাসায়নিক বিক্রিয়া থেকে উপাদান বের করা সম্ভব হবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, যেখানে মাকড়সা জালের ব্যাস ১০ মাইক্রোমিটারের মতো, সেখানে পানির কণার ব্যাস হাজার মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে।
ইউনিভার্সিটি অব ওয়াইমিং এর গবেষক ড. র্যান্ডলফ লিউস এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘এটি মানুষের তৈরি কোনো সিল্কের সঙ্গে মেলেনা। এটি তৈরি করা গেলে প্রাকৃতিক ভাবে মানুষের কাজে লাগে এমন প্রযুক্তিও ভবিষ্যতে তৈরি করা যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।