আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসুন / সুস্থ থাকুন

মননশীল,

এই বাক্যটা আমার না । আজকালকার ডাক্তাররা বলেন-- বেশি বেশি হাসুন এবং সুস্থ থকুন। বিটলা পুলাপানরা এটার নকল করে বানিয়েছে 'বেশি করে ভালবাসুন এবং সুস্থ থাকুন। ' ওদের আইডিয়াটা খারাপ না। ভেবে দেখুন, ডাক্তার আপনাকে হাসতে বলেছেন কিন্তু মনে আনন্দ থাকলে তবেই না আপনি হাসবেন।

এমনি এমনি তো পাগলরা হাসে। আগের দিনে মানুষের মনে এমনি এমনি আনন্দ মানে হাসি খুশি থাকত। তারা তাই প্রাণ খুলে হাসতেন এবং অন্যদের হাসাতেন। সে জন্যইতো হয়তো সে যুগে গোপাল ভাঁড়, বীরবল, নাসির উদ্দীন হোজ্জার মত মহান হাস্যরসিক বর্গের জন্ম হয়েছিল। আমাদের হাসি খুশি থাকার উপাদান হারিয়ে গেছে ।

তাতে দুশ্চিন্তা করার কি আছে। আমরা ভালবাসা দিয়ে সব কষ্ট দেব ভুলিয়ে। একদিন পরই আসছে সেই বিশেষ দিন মানে ভালবাসা দিবস। ভালবাসার দিনে যত পারেন ভালবাসাবাসি করুন আর এক বছরের জন্য সুস্থ থাকুন। বি. দ্র---- আমার দুষ্ট ভাগ্নে বাদলের মন্তব্য" মামু ওই কাম করতে তো হেব্বি পয়সা লাগে।

"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.