আমাদের কথা খুঁজে নিন

   

হার্ট এ্যাটাক ? চিন্তার কোন কারন নাই !!!


হার্ট এ্যাটাক ? চিন্তার কোন কারন নাই !!! অনুরোধঃ নিজে জানুন অন্য কে জানান । হার্ট এ্যাটাকে ভয়ের কিছু নাই ! কথাটা সুনে অবাক হওয়ারই কথা তাই না। আমিও অবাক হয়েছি। বিশ্বের একনম্বর মরণব্যাধি হৃদরোগ। বিশ্বের মোট মৃত্যুর অর্ধেকই হয় হার্টের রোগ ও স্ট্রোকে।

রোগ যেমন আছে, তেমনি চিকিৎসা বা প্রতিষেধক ও আছে । যাহাদের হার্টের রক্তনালিতে চর্বি জমে প্রায় বন্ধ হয়ে গেছে ডাক্তার এনজিওগ্রাফ ওথবা বাইপাস করার পরামর্শ দিয়েছেন তাদের জন্য এই “ন্যাচারাল থ্যেরাপি” । ইউনিভারসিটি অফ মালয়েশিয়ার ইনি্সটিটিউট অফ বায়োলজীক্যল সাইন্স এর বায়োটি্স বিভাগের অধ্যাপক ডাঃ এস ভিকিনেসরি এই ন্যাচারাল থ্যেরাপি‘র পরামর্শ দিয়েছন। প্রস্থত প্রণালী ও ব্যবহার বিধি । লেবু‘র রস – এক কাপ ।

আদা‘র রস – এক কাপ । রুসন‘র রস – এক কাপ । আপেল‘র ভিনেগার – এক কাপ । এই চার কাপ রস একত্রে মিশিয়ে হালকা জালে আধঘন্টা পর্যন্ত জ্বাল দিন, এবং কমে তিন কাপ পরিমাণ হলে নামিয়ে ফেলুন। ঠাণ্ডা করার জন্য কিছুক্ষণ রেখেদিন।

ঠাণ্ডা হয়ে গেলে, তিন কাপ পরিমাণ ন্যাচারাল মধু মিশিয়ে বোতলে ভরে রাখুন। প্রতিদিন সকালে নাস্তা‘র আগে এক টেবিল চামচ করে সেবন করুন । আপনার হার্টের বন্ধ হয়ে যাওয়া রক্তনালি আবার খুলে যাবে। এনজিওগ্রাফ ওথবা বাইপাস করার প্রয়োজন পরবে না । এবার তা‘হলে বুঝতে পারছেন যাদের হার্টে অসুখ নাই তাহাদের কি হবে ? অনুরোধঃ নিজে জানুন অন্য কে জানান ।

আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি । সূত্র ই-মেইল Prof. Dr. S. Vikineswary Biotech Division Institute of Biological Sciences University of Malaya 50603 Kuala Lumpur Malaysia Tel: 603-79674349 Fax : 603-7967 4178
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।