আমাদের কথা খুঁজে নিন

   

মেঘলা আকাশ

ousruu_asif@yahoo.com

মেঘলা আকাশ স্মৃতির আকাশ মেঘলা এখন মেঘলা মেঘলা মন ; অনেক অনেক স্মৃতি জমা বারিষ ঝরা মন ; অনেক অনেক ভাললাগা আনমনান্তে ভালবাসা ঝরা পাতা মলিন হওয়া ; অতীত ভেজা চোখ অশ্রুজলে মিশে আছে প্রিয় প্রিয় মুখ ; গোচর হওয়া দিবা রাত্রি ; কথায় কথায় খুনটুসি ; অনুরাগে ভরা অভিমান সব আজ স্মৃতি হয়ে মনের ভিতর- অঝড়ে বারিষ অবিরাম ; এত এত সুখ স্মৃতি কখনও মেঘ কখনও বৃষ্টি কিছু সম্পর্ক ভেঙে যাওয়া মনের কোণায় হতাশ হওয়া কিছু প্রিয় কাছে আসা - রঙিন মেঘের হাওয়া লাগা আর হয়ত ফিরিবেনা ; সব কিছুই একদিন স্মৃতি হয়ে রবে ; 'বন্ধু' তোদের খুঁজে নিব চোখের জলের মাঝে...... !! (এই কবিতাটি আমার university lifer শেষ হওয়ার সাত দিন আগে লিখেছিলাম আমার অনেক অনেক প্রিয় 'বন্ধু'-দের জন্যে; তাই অনেক কষ্ট হয় এখন কবিতাটি পড়লে........)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।