আমাদের কথা খুঁজে নিন

   

এই হালকা শীতের রাতে হালকা হাসির একটি পুরানো জোকস।

বিশেষ কিছু নেই বলার মত। প্রতিবাদী একজন মানুষ আমি। অনেকেরই মত...... :)
একটি জোকস() নিয়ে পোষ্ট দিচ্ছি আজ। এর পূর্বে আমার ব্লগিং জীবনে কখনোই কোন জোকস নিয়ে পোষ্ট দিইনি। আজ দিচ্ছি।

অনেকে হয়তো এই জোকসটি আগেও শুনেছেন। শুনে থাকলে...... পেছনের কথাটি বলে রাখি। এই জোকসটি আজ আমার অনেকদিন পর মনে পড়লো। মনে পড়লো এই ব্লগে ঢুকেই। বিবিসি জানালা'র অ্যাডটি দেখে।

সেখানে লিখে রাখা "Wait করা কঠিন" কথাটি দেখে মনে পড়লো। সে যাক... শুরু করছি তাহলে। এক বাংলাদেশী ভদ্রলোকের খুব শখ, মানবসেবা করবেন। তো, দেশে মানবসেবা করলে তাঁকে নিয়ে মানুষজন বিভিন্ন রকমের কথা বলে। একদিন পুলিশও ধরে নিয়ে গিয়েছিল! উনি নাকি মানুষজনকে সেবার নামে বিভ্রান্ত করছেন।

তো মনের দুঃখে উনি মনে মনে ভাবলেন, উনি বাংলাদেশেই আর থাকবেন না। সেবা করবেন, সেটা অন্য কোন দেশের মানুষদের। যারা তাঁকে এইভাবে অপদস্ত করবে না। যেই ভাবা সেই কাজ। উনি অন্য একটি দেশে গেলেন।

ভদ্রলোক যথারীতি মানবসেবা করেই চলেছেন। তাঁরও খুব ভালো লাগছে। তিনি একজন দয়ালু মানুষ। তাঁকে সেই দেশে সবাই খুব মূল্যায়ন করে। তিনি যেহেতু দেশটিতে গিয়েছিলেন মানবসেবার উদ্দেশ্যে, এবং সেটি করছিলেনও।

তাছাড়া উনি যেমন সাদা মনের মানুষ, তাই উনি বসবাসের জন্য একটু জঙ্গলের কিনারে গাছঘেরা জায়গায় বাঁশের বেড়া দিয়ে একটি ঘর বানালেন। ভালোই কেটে যাচ্ছিলো দিনকাল। একরাতে যথারীতি তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ এক চোর মহাশয় তাঁর ঘরে প্রবেশ করলো, বাঁশের বেড়া কেটে। তিনি টের পেলেন, চোর তাঁর ঘরের সবকিছু চুরি করে নিয়ে পালানোর তাল করছে।

তবুও তিনি কিছু করলেন না। তিনি তো দয়ার সাগর(!)। ভাবলেন, চোর চুরি করছে নিশ্চয়ই তার কোন প্রয়োজনের জন্য? তাই তিনি চুপ করে থাকলেন। চোর সবকিছু চুরি করে নিয়ে যাওয়ার পর তিনি উঠলেন। ভাবলেন, আমি নাহয় আজ সবকিছু সহ্য করে নিলাম।

আমি মানবসেবার খাতিরে চোরকে কিছু বলিনি। কিন্তু চোর তো অন্য কারও ঘরেও ঢুকতে পারে? তাই তিনি মনস্থির করলেন, পুলিশকে জানাবেন। ভদ্রলোক ইংরেজিতে খুবই কাঁচা। হালকা কাজ চালাতে পারেন। এই অবস্থাতেই তিনি পুলিশকে করলেন ফোন।

ভদ্রলোকঃ পুলিশ ষ্টেশন? পুলিশঃ ইয়েস? হোয়াট ইজ দ্য প্রবলেম? ভদ্রলোকঃ কাটিং দ্য বাঁশের বেড়া, ঢুকিং দ্য চোর। টেকিং দ্য মালপত্র, গোয়িং আউট বাই দ্য ডোর। ওদিকে পুলিশের মাথা ঘুরে ঘুরে অবস্থা। এ কি ভাষা! তাই সে প্রশ্ন করলো, পুলিশঃ হোয়্যাট ইজ দ্য বাঁশের বেড়া? ভদ্রলোকঃ(রেগেমেগে) বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, লম্বা লম্বা পেরেক মারা।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।