আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ৩১

১০ এপ্রিল, ২০১৩: # : বাবুল, পাঁকলে হলুদ হয় এমন ৫ টা ফলের নাম বল তো। : স্যার, আম, কলা, পেপে, আঁতা আর প্রথম-আলো। : প্রথম-আলো? প্রথম আলোর রং 'হলুদ' হলো কবে থেকে? : স্যার, দেখেননি, সিলেটে ধর্ম অবমাননাকর ফেসবুক পেজ লাইক দেওয়ায় দু'জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ আর প্রথম-আলো ফলাও করে লিখেছে, 'সিলেটে দুই ব্লগার আটক'। ১১ এপ্রিল, ২০১৩: # আজকে দুপুরে একটা ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ছিলো। বল করার আগে স্ট্যাম্পকে ব্লগ মনে করে বল ছুড়লাম।

ব্লগ ভেঙে, থুক্কু, উইকেট ভেঙে গেলো। ব্যাস, চ্যাম্পিয়ন! # সবাই খুশিতে বাকবাকুম করতেছে ক্যান? আমার খু-উ-উব কান্না পাচ্ছে। অনলাইনে 'আমার (পশ্চাৎ)দেশ' -এ গত দুই মাস ধরে কত কল্পকাহিনী, রূপকথা, চটি পড়ে বিনোদিত হচ্ছিলাম। আর এখন; আহা! আমার কান্না দেখে @[100000824406564:Amit] কেবল আমাকে এক ব্যাগ Fay টিস্যু কিনে দিয়ে গেলো। # : বাবুল, এত বড় সাম্প্রদায়িক উস্কানি, সরকারি সম্পদের ক্ষতি, হত্যা, অরাজকতায় ইন্ধন; এসব অপরাধে মাহমুদুরের ফাঁসি হওয়া দরকার।

কিন্তু হইবো না জানি। কী করা যায় বলতো? : স্যার, এত বিচার-আচারের কী দরকার? ওরে সাকা'র ব্রাদার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আপিল করেন। ব্যাস। মাসখানেক থাকার পর ওর আর বেঁচে থাকার ইচ্ছে থাকবে না নিশ্চিত। যদি থাকেও, তাহলেও সিফিলিস, গনোরিয়া, এইডস… শুধু শুধু ফাঁসির কী দরকার স্যার? # ওয়াটমোর বাংলাদেশের কোচ থাকাকালে বলেছিলেন তার দেখা সবচেয়ে নিঁখুত টেকনিকের ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়।

আশরাফুল অ্যান্ড কোং কে নিয়েও গেছিলেন ওর পরামর্শ নেওয়ার জন্য। রাহুল পরামর্শ দেননি। বলেছিলেন আমি শুধু আমার কথাটা বলতে পারি। একটা বল খেলার পর আমি শুধু পরের বলটা নিয়ে ভাবি। তবে লেখাটা অন্য কারণে।

ছোটকালে দেখতাম ও ব্যাটিং-এ আসলে বলা শুরু হতো, 'খুটি গাড়ছে। চল ঘুমায় আসি'। নামই তো 'দ্যা ওয়াল'। জীবনের প্রথম এবং শেষ আন্তর্জাতিক টি২০ তে সামিত প্যাটেলকে পরপর তিন বলে তিন ছক্কা মারার পরে তো ফেসবুকে ফান পেজই বের হয়ে গেছিলো, 'আই ওয়াজ অ্যালাইভ হোয়েন রাহুল ড্রাভিড হিটস থ্রি সিক্সেস ইন অ্যা রো' নামে। যে দ্রাবিড়কে জীবনে খুব কমই বলের থেকে রান বেশি করতে দেখেছি তাকেই দেখছি একশোর বেশ উপরের স্ট্রাইক রেটে রান করে যাচ্ছে।

নো ইম্প্রোভাইজেশন। সেই কপিবুক স্টাইল, সেই ক্রিকেট ব্যাকরণ মেনে শট। আগ্রাসন বেড়েছে শুধু, নিজের খেলাটা বদলায়নি। তাতেই সফল। আরেকজন মহেলা জয়বর্ধনে।

আশরাফুলকেই শুধু বদলাতে ব্যস্ত হয়ে গেছিলো সব কোচেরা! ১২ এপ্রিল, ২০১৩: # এই মৃত্যু উপত্যাকা আমার দেশ না! এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না! এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না! এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না! আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব, প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো। ভালোবাসা- যার থেকে আলোকবর্ষ দূরে জন্মাবধি অচ্ছুৎ হয়ে আছি- তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন। (-নবারুন ভট্টাচার্য) # ড্র: চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনাল: ১) বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ২) রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড অন্যভাবে লিখলে: ১) স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বনাম জার্মান লিগ চ্যাম্পিয়ন ২) স্প্যানিশ লিগ রানার-আপ বনাম জার্মান লিগ রানার-আপ ড্র: ইউরোপা লীগ সেমিফাইনাল: ১) বাসেল বনাম চেলসি ২) বেনফিকা বনাম ফেনেরবাচে। ১৩ এপ্রিল, ২০১৩: # ইলিশ মাছের ভীষণ দাম যখন বাংলাদেশের ১ নাম্বার সমস্যা ঠিক তখনই মাত্র ১ ব্লগ দাম দিয়ে একটা দুই কেজি সাইজের ইলিশ কিনে আনলাম। হুহ্ִ।

ব্লগের মাল্টিপল ফাংশান দেখে 'টিনের চালে কাক, আমিতো অবাক'! # গাইজ, ইউ নো, কেবল পুকুর থেকে বড়শি দিয়ে একটা দেড় কিলো ইলিশ ফিস কট করলাম! ওহ মাই গাড, ইলিশটা যা সুইট্টো-কিউট্টো না! পন্ডস মাখিয়ে টুয়াইজ টাইম আমি ওটার গালে 'কুগলি মুগলি মুশ' করে আদর করে দিয়েছি। ইউ নো, কাল হ্যাপি নিউ ইয়ার ১৪২০? ডুডস, তোমাদের মধ্যে যারা ১৪২০ এর '১' সংখ্যাটা দেখতে পাচ্ছো না, টুমরো ডিজে পার্টিতে শুধুমাত্র তাদের আমার পুকুরের ইলিশ ফিস ইটিংয়ের ইনভাইটেশন রইলো। লাভ উ ডুডস। মুয়াহ্ִ। # এশিয়া কাপ-২০১৪ ভারতের বদলে বাংলাদেশে।

-বিসিবি। # আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স, ব্রিলিয়্যান্ট। পিওর ক্লাস। অ্যা বাই বর্ন ক্লাস ব্যাটার। এই মুহূর্তে শর্টার ফরম্যাটে বিদেশী ব্যাটসম্যানদের মধ্যে আমার সবচেয়ে প্রিয়।

লাভ টু ওয়াচ দিস গায় ব্যাটিং। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.