আমি বাংলায় গান গাই । আমি বাংলা কে ভালবাসি কেউ ব্যক্তিগতভাবে কথাগুলোকে নিবেননা। শুধুমাত্র যারা রাজীব ভাই হত্যাতে খুশি হয়েছে এবং যারা তাঁকে শহীদের উপাধী দিতে অস্বীকৃতি জানায় আমার সেই সকল বন্ধুদের বলছি।
তোমরা রাজাকারদের ফাঁসি চাও কিন্তু চাওনা যে এর পথদ্রষ্টা,দেশকে ভালোবেসে যে জীবন দেয় সে নাস্তিক বলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হোক,চাওনা তাঁর হত্যার বিচার হোক (কারণ সে নাস্তিক)। অনেকে আন্দোলন থেকে পিছিয়ে এসেছো কারণ রাজীব ভাই নাস্তিক,তাকে কেন শহীদের মর্যাদা দেওয়া হলো।
তোমাদের মত অকৃতজ্ঞদের আমি কিছু কথা আর না বলে পারছিনা।
যখন একটার পর একটা প্রেম করে তাদের সাথে রুম ডেটিং করে বেড়াও তখন কোথায় থাকে তোমার আস্তিকতা?
যখন ফোনে রাতের পর রাত প্রেমালাপ করো তখন কোথায় থাকে তোমার আস্তিকতা?
দিনের পর দিন যখন বাবা মায়ের কাছে মিথ্যা কথা বলো তখন কোথায় থাকে তোমার আস্তিকতা?
রাত জেগে যখন **ভিডিও দেখো তখন কোথায় থাকে তোমার আস্তিকতা?
রাস্তায় কোন মেয়েকে দেখে লুকিয়ে লুকিয়ে ঠোট কামড়াও তখন কোথায় থাকে তোমার আস্তিকতা?
সানি লিওন,বিপাশা বসু,মল্লিকার প্রতিটা অঙ্গের ভাঁজেরও হিসাব রাখার সময় কোথায় থাকে তোমার আস্তিকতা?
তুমিতো আস্তিক,পাঁচওয়াক্ত নামায পড়?মেয়েরা ইসলামিক বিধিবিধান মত পর্দা মেনে চলো?ছেলেরা দাঁড়ি রেখে নবী(স: )এর সুন্নত আদায় করছো?
এখন তোমরা বলতে পারো আমি এগুলো পালন করি কিনা,
না আমিও সব পালন করিনা তবে তোমাদের মত হুজুগে নাচি না। মানুষকে ধর্ম দিয়ে বিচার করিনা। একটা কথাই মনে-প্রাণে বিশ্বাস করি আর তা হলো,"সবার উপরে মানুষ। "
নিজেই মুসলমান হয়ে সব পাঁচ ওয়াক্ত নামায পড়িনা যেখানে আরেকজনকে কিভাবে বলব-তুমি নামায পড়।
তোমরা নিজেরা ঠিকঠাক মুসলমান না অথচ লাফাতে লাফাতে চলে এসেছো অন্যের আস্তিকতা নাস্তিকতা বিচার করতে!
এত কথা না বলে এবার আসল কথা বলি মুক্তিযুদ্ধে কি শুধু মুসলমানরাই যুদ্ধ করেছে?
যারা শহীদ হয়েছেন তাদের অনেকেই নাস্তিক বা অন্যধর্মাবলম্বী ছিলেন।
কই একবারওতো বলোনা,যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের অনেকেতো বেধর্মী ছিল তাই এই স্বাধীনতা আমি চাই না।
বলো? বলোনা,অথচ তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ভোগ করছো।
আরে লাফালাফি করা আস্তিক ভাই বোনেরা ফেসবুক ব্যবহার করছো কেন?ফেসবুকের নির্মাতা যে নাস্তিক তা জানো না?নাস্তিকের আবিষ্কৃত জিনিস কেন ব্যবহার করছো?
আজিব দেশের আজিব মানুষের সাথে বাস করি আমি,আমরা।
নাস্তিকদের ঘৃণা করে তাদের মৃত্যু কামনা করব অথচ তাদের দ্বারা অর্জিত আর আবিষ্কৃত সুযোগ সুবিধা ভোগ করব! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।