অলসতা আমাকে পেয়ে বসেছে
কারে কয় তারুণ্য? কে তরুণ?
- যার যৌবনে অমিত বেগ,
তারা মহামারী ভয়াল প্লেগ।
তারা ভেঙ্গে করে চৌচিড়,
যত দীনতা হীনতা তিমির।
গর্বে তাদের মাটিতে পড়েনা পা,
বাতাসে ভাসিয়ে গা
ওরা উড়ে চলে মুক্তির পথে।
ওরা চঞ্চল,
বাঁধতে পারেনা কোন বসন অঞ্চল।
মুক্ত আকাশে, ব্যাপ্ত বাতাসে ওরা ফুঁকে রণতূর্য্য -
ঘোষে সংগ্রাম অমঙ্গলের বিরুদ্ধে।
হে তরুণ,
লহ, লহ, লহ তোমরা মম নমঃ।
তোমরা ভাঙ্গিয়া দাও সকলের ভ্রমঃ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।