আমাদের কথা খুঁজে নিন

   

ভূতের শহর লাখো ডলারে বিক্রি............

মন খুলে কথা বলুন....

হেডলাইন দেখে মনে হয় না কি আজব এক পোষ্ট হইব.... আসলে এইটা একটা সত্যিকারের ঘটনা। একবার কষ্ট করে পুরোটা পড়ে দেখেন। তারপর ভালো লাগলে বা না লাগলে বলিয়েন... সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা ক্যাম্প হিসেবে ব্যাবহৃত একটি শহর গত শুক্রবার নিলামে বিক্রি করে দিয়েছে লাটভিয়া। স্ক্রন্দা-১ নামের শহরটি ৩১ লাখ ডলারে কিনে নিয়েছে রাশিয়ার বেসরকারি একটি প্রতিষ্ঠান। নিলামে নির্ধারিত সর্বনিম্ন দামের ১০ গুণ বেশি দামে বিক্রি হয়।

দীর্ঘদিন ধরে এই শহরটি পরিত্যাক্ত ছিল তাই এর নাম হয়ে উঠে 'ভূতের শহর'। মজার না ব্যাপারটা। লাটভিয়ার রাজধানী রিগা থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে স্ক্রন্দা-১ এর অবস্থান। ১৯৮০ সালে এই শহরের সৃষ্টি। রাডার স্টেশন হিসেবে ব্যাবহার করার কারণেই সোভিয়েত ইউনিয়নের মানচিত্রে একে দেখা দেখা যায় না।

এখান থেকে মহাকাশ নিরীক্ষা করা হত, সম্ভাব্য নাকি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা নজরদারি করা হত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও ঘাঁটিটি ব্যাবহার করেছিল রাশিয়া। ১৯৯৫ সালে মার্কিন এক্টি প্রতিষ্টান রাডারযক্ত গুরুত্বপূর্ণ একটা ভবণ বম মেরে উড়িয়ে দেয় ফলে শহরটি খালি হয়ে যায়। প্রায় ১ যুগ ধরে পরিত্যাক্ত ৮৫ হেক্টর(১১১ একর) এলাকার এই শহরে ধ্বংশপ্রাপ্ত ৭০ টি ভবণ রয়েছে। লাটভিয়ার আবাসন ব্যাবসায়ীরা রাশিয়ায় বিনিয়োগ করতে উদগ্রীব থাকার কারণে তাদের সচেতন করার জন্য রাশিয়ার কাছে শহরটি বিক্রি করা হয়েছে।

সূত্রঃ বিবিসি


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।