সবাই ভাল থাক এটাই চাই
বাংলাদেশে যে এতো ভালো ইসলামী সংগীত হয় তা আমি জানতাম না। সিলেটের বিশ্বনাথে একটি ইসলামী সংগীত সন্ধ্যায় গিয়ে আমার ভূল পাল্টে গেছে। আসলে ইসলামী সংগীত শুনলে মনটা ভরে যায়। কুরুচিপুর্ণ কিছু সংগীত শুনার চেয়ে ইসলামী সংগীত অনেক ভাল। সংগীত সন্ধ্যার আয়োজন করা হয় উপজেলা অডিটোরিয়ামে।
এরকম একটা অনুষ্ঠান উন্মুক্ত জায়গায় করা ভাল। তবেই সাধারণ মানুষ জানতে পারবে ইসলামী সংগীত ও অপসংগীত এর মাঝে পার্থক্য কোথায়। যেখানে বিভিন্ন সংগীত শুনলে মানুষের মন বিশৃংখ্ল হয়ে যায়। সেখানে ইসলামী সংগীত মানুষের মনকে শান্ত করে থাকে। আগে মনে করতাম ইসলামী সংগীত নামে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু দেখার পর থেকে সেই ধারণা পাল্টে গেছে।
এরকম অনুষ্ঠান দেশের প্রতিটি স্থানে করা হোক। তবেই ইসলামী সংগীতের প্রতি মানুষের আগ্রহ বাড়বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।