মাটি ও মানুষের বন্দনায়...
আওয়ামীলীগ বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে। তারা স্লোগান দিয়েছিল দিনবদলের। আমরা সাধারণ জনগন তাদের আশা জাগানিয়া সুরে এতটাই আস্থা রেখেছি যে পরিণতি ২৯ ডিসেম্বরের নির্বাচন।
দীর্ঘ দুই বছরের বহু নাটকীয়তার পরে জনগন তাদের অধিকার ফিরে পায়। এই ফিরে আসাটাকে অন্যসাধারণ ফিরে আসার মত বলা যাবে না কিছুতেই।
কেউ কেউ এটাকে বলেছে বিপ্লব। আমি এটাকে বিপ্লব না বললেও মহা বিজয় বলতে এতটুকু কার্পণ্য করবো না।
বড় স্বপ্নের বড় বিজয়। জাতি হাফ ছেড়েছিল আর কোন দুঃস্বপ্ন তাড়া করে ফিরবে না তাদের। তথাকথিত কাস্তে কিবা লগি বৈঠার ধ্বংস যজ্ঞে ঝরবে না আরো তাজা প্রাণ।
শূন্য হবে না আর কোন মায়ের বুক।
এটা কেবল স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি পরিণত হয়েছে বিশ্বাসে। পরম বিশ্বাস। যার থেকে ফিরে আসার সকল দ্বার রুদ্ধ।
সরকারের প্রথম দিনগুলোতে সে বিশ্বাসের ভিত্তিতেই কিছু অস্বাভাবিকতার প্রশ্ন উঠেছিল।
"সময় চাই" প্রধানমন্ত্রীর দৃপ্ত উচ্চারণে তার প্রতি আস্থা রাখে জনগন। কারন সত্য হল সব আশার কেন্দ্রবিন্দু ঐ একটাই।
যাই হোক, জনগনের আস্থা আজো ..... তবে আস্থার ভিত কিন্তু নড়বড়ে হতে শুরু করেছে। যার প্রথম ও প্রধান কারন না বললেও মর্মে মর্মে উপলব্ধি করতে অসুবিধা হয় না কারোর।
এর মাঝেও নতুন করে শুরু হয়েছে হতাশা।
যেটা একেবারেই অনভিপ্রেত।
এ বিষয়ে কিছু না বললেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে হত্যাকান্ড প্রসংগে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিবেচনা প্রসূত মন্তব্য। তাদের বিশ্বাসকে তীব্রভাবে আঘাত হেনেছে।
তদুপরি সৈয়দ আশরাফুল সাহেবের বিরোধী দলের নেত্রীকে কুৎসিতপূর্ন ভাবে মন্তব্য আমাদেরকে আগের রাজনীতির কথাই মনে করিয়ে দেয়। কিছুদিন আগে শেখ সেলিম বি.এন.পির লোকজনদের বলেছিলেন ডাস্টবিনের লোক।
যে মন্তব্য সুধীমহল সহ সর্বস্তরের জনগন প্রত্যখ্যান করেছে।
ইট মারলে খেতে হয় পাটকেল এটা আমাদের সমাজের লোকমুখে বহুল উচ্চারিত প্রবাদগুলির একটি। এভাবেই সূচনা ঘটনা ঘটে সংঘাতের। রক্তপাতের। আমরা যা চাই না আর।
সুতরাং আবেদন এটুকুই এমন কিছু করবেন না এবং বলবেন না যাতে ফেলে আসা দুঃস্বপ্ন তাড়া করে আবার। এগিয়ে যাওয়ার সমূহ পরিকল্পনা হয় ব্যর্থ। আমাদের বিশ্বাস ও স্বপ্ন হয়ে যায় কেবলি ফানুস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।