আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের কবিতা-১



প্রেম তুমি কি? তুমি কি রাতে বয়ে যাওয়া নির্মল বাতাস তুমি কি নির্জন নিরালায় টপ টপ করে পড়া পানির শব্দ তুমি কি গধূলী লগ্নে পাখির নীড়ে ফেরা তুমি কি কারো চোখে আনমনে চেয়ে থাকা তুমি কি কারো হৃদয়ের না বলা কত কথা। তুমি কি স্বপ্নে সাজানো আগ্রার তাজমহল তুমি কি কোন যুবতির ঠোটের কোনে মিষ্টি হাসি। তুমি কি রাত জেগে লেখা কোন অগোছালো কবিতা তুমি কি প্রিয়ার চাদঁমাখা মুখে জ্বলে থাকা টিপটা। প্রেম তুমি কি ? তুমি কি আবার ফিরে আসার প্রতিশ্রুতি তুমি কি কারো পথ চেয়ে থাকা পথের সমাপ্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.