গ্রামের একমাত্র পুকুর জমিদার বাড়ির প্রাঙ্গনে। সারা গাঁয়ের বাচ্চারা সে পুকুরে লাফ- ঝাপ দিয়ে গোসল করে।
জমিদার নন্দন সাঁতার জানে না । তাই অন্য বাচ্চার মত লাফঝাপ দিয়ে পুকুরে গোসল করতে পারে না। তাই, এটা নিয়ে জমিদার নন্দনের মনে গভীর দুঃখ।
আর সেই এই অক্ষমতা রূপ ন্যায় ঈর্ষাবোধে।
ঈর্ষাকাতর জমিদার পুত্র পাইক-পেয়াদাদের হুকুম করে.........'' যাও! পুকুরের পানি ঘোলা করে দিয়ে আসো। "
গাঁয়ের বাচ্চারা রোজ গোসল করতে এসে পুকুরের পানি ঘোলা দেখে চলে যায়। এভাবে একদিন ...........দুই দিন.....সপ্তাহ... মাস যায়.........। প্রতি দিন গাঁয়ের বাচ্চারা গোসল করতে এসে ঘোলা পানি দেখে মন খারাপ করে চলে যায়।
তারপর.............
একদিন আর কেউই পুকুরে গোসল করতে আসে না।
শান বাঁধানো ঘাটে একাকী বসে জমিদার নন্দন পুকুরের স্থির জলে নিজের প্রতিবিম্ব দেখে আর হাসে...........দেখে আর হাসে।
কি দেখে? কেন হাসে?
*********************************************************************
বাংলাদেশের ইতিহাস ঘোলাটে রূপ নিয়েছে এবং দিন দিন তা আরও অস্বচ্ছ হচ্ছে।
ইতিহাস হচ্ছে সংগঠিত সত্য ঘটনার ধারাবঞিক সংকলিত রূপ। একটি ঘটনার সত্যরূপ একটি ।
যদি একটি ঘটনার একাধিক রূপ থাকে; তবে অনধিক (!)একটি ব্যতিত বাকিগুলো মানুষের কল্পনা প্রশূত , মস্তিষ্কজাত।
আমাদের দেশের ইতিহাস পাঠ করতে গেলে ধাক্কা খেতে হয় পদে পদে। কারণ, একই ঐতিহাসিক ঘটনার একাধিক প্রতিরূপ বর্তমান আর ক্রমাগত নব নবরূপ জন্ম নিচ্ছে ।
কিন্তু, কেন?
ইতিহাসে ঘটনা একটিই ঘটে ছিল আর বাকি গুলো কাল্পনিক বা বানোয়াট। যে যার অবস্থান থেকে ইতিহাসের বানিয়ে যাচ্ছি।
এমন কি সন্দেহ হয়, আমাদের এই ইতিহাস বানানোর খেলায় সত্য রূপটির অনেক ক্ষেত্রে ইতোমধ্য অপমৃত্যু ঘটেছে।
আমরা নিজ নিজ ইচ্ছা মত ইতিহাস কেন বানাই?
প্রথম ও প্রধান উত্তর পাওয়া যাবে, '' আমরা নিজেকে বা নিজের গোষ্ঠি কে অপরের থেকে বড় করবার জন্য কিংবা অপর কে ছোট / হীন প্রমানিত করবার জন্য। ''
এই প্রধান কারণের পাশাপাশি আরও একটি উদ্দেশ্য কাজ করে । তা হচ্ছে,............
যাঁরা বা যে শ্রেনী উদ্দেশ্য প্রনদিত ভাবে ক্রমাগত ইতিহাস কে অস্বচ্ছ করে যাচ্ছেন ; তাঁরা ভাল করে জানেন যে, ইতিহাস পাঠ করতে গিয়ে ও ইতিহাস থেকে শিক্ষা নিতে গিয়ে মানুষ বারংবার বিভ্রান্ত হতে হতে অদূর ভবিষ্যতে ইতিহাস হতে চিরতরে মুখ ঘুরিয়ে নিবে।
ইতিহাস বিমুখ প্রজন্ম তৈরি করাই তাদের উদ্দেশ্য।
কেননা, ইতিহাসের মাঝে এমন অনেক সত্য উপাদান , এমন অনেক শিক্ষা লুকিয়ে আছে যা তাঁর নিজের ও গোষ্ঠির অস্তিত্ত্বের জন্য হুমকি স্বরূপ।
*********************************************************************
ধন্যবাদ প্রধান মন্ত্রী শেখ হাসিনা । বঙ্গবন্ধুকে ভাষা আন্দোলনের পুরধা পুরুষে পরিণত করার আপনার সাম্প্রতি প্রয়াস আমাকে এই 'কেন বারংবার অস্বচ্ছ ইতিহাস তৈরির প্রয়াস? ' তার উত্তর দিয়ে দিলো।
*********************************************************************
ধন্যবাদ,বুদ্ধু।
একুশে ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমান............বদরুদ্দীন উমর ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।